তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু শনিবার রাজভবনে গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পঞ্চায়েত নির্বাচনে নিজের ব্যস্ততার কথা রাজ্যপালকে জানিয়েছেন কমিশনার। দাবি করেছেন, শনিবার ছাড়া যেকোনও দিন ডালকে তিনি রাজভবনে যেতে প্রস্তুত।
মনোনয়ন পর্বে স্ক্রুটিনি শুরু হয়েছে। তাই তিনি ব্যস্ত বলে জানিয়েছেন কমিশনার।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন জেলায় ভয়ঙ্কার অশান্তি হয়েছে। বোমার আওয়াজে কেঁপে উঠেছে ভাঙড়। ঝরে গিয়েছে পাঁচটি প্রাণ। হিংসার মধ্যেও রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধীরা। যা নিয়ে বৃহস্পতিবার রাতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং রাজ্যপাল।
শুক্রবার রাডভবনে বসে না থেকে বাস্তব অবস্থা বুঝে নিতে সরজমিনে হিংসা বিধ্বস্ত ভাঙড় ঘুরে দেখেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশাসনের কর্তাদের সঙ্গেও আলোচনা হয় তাঁর। সেখানে দাঁড়িয়েই হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। তার পরের দিনই, শনিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেন সি ভি আনন্দ বোস।
কেন এই তলব? সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে রাজভবনে তলব করা হয় রাজ্য নির্বাচন কমিশনারকে।
এদিক পঞ্চায়েত ভোটে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। শনিবার শীর্ষ আদালত বন্ধ থাকায় ‘ই-ফাইলিং’এর মাধ্যমে আবেদন জানানো হয়। এই পরিস্থিতিতে রাজ্যপালের তলব এবং রাজ্য নির্বাচন কমিশনারের তা এড়িয়ে যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।