/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/election-commission.jpg)
Notice to party: কমিশন যে কোনও আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজনৈতিক দলগুলোকে দায়ী করতে পারে। (ফাইল ছবি)
Election Commission in West Bengal: জমে উঠেছে লোকসভার লড়াই। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চও শুরু হয়ে গিয়েছে আধাসেনার। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশ কয়েকটি জায়গায় স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন। এই আবহেই রবিবার রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের (Elction Commission of India) ফুলবেঞ্চ।
রবিবার সন্ধেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাতীয় নির্বাচনী আধিকারিকদের। চিফ ইলেকন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনাররা রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গেও কথা বলবেন। আগামিকাল তাঁদের বৈঠক রাজনৈতিক দলগুলির সঙ্গে। আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Polls 2024) নিয়ে আগামী মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করতে পারেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা।
এদিকে, ভোটের ঢাকে কাঠি পড়তেই এরাজ্যেও প্রথম পর্বে বেশ কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে BJP। গেরুয়া দলই সবার আগে প্রার্থী তালিকার একাংশ ঘোষণা করে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে শাসকদল তৃণমূল (TMC) সহ বাম-কংগ্রেসকে।
প্রার্থীদের ক্ষেত্রে পুরনো সাংসদদেরই প্রাধান্য দিয়েছে পদ্ম শিবির। পুরনো অধিকাংশ মুখকে রেখেই ভোট ময়দানে BJP। প্রথম পর্বের যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে তাতে বিশেষ চমক অবশ্য নেই।