ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে নয়া কমিটি

এ রাজ্যে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে যৌথ কমিটি (জয়েন্ট অ্যাকশন কমিটি) গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ড।

এ রাজ্যে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে যৌথ কমিটি (জয়েন্ট অ্যাকশন কমিটি) গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
elephant, হাতি

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে যৌথ কমিটি(জয়েন্ট অ্যাকশন কমিটি) গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ড। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাতবিরেতেই হোক কিংবা দিনের আলোয়, প্রায়শই লাইন পার হতে গিয়ে ট্রেনের ধা‌ক্কায় ওদের অকালে প্রাণ যায়। হ্যাঁ, হাতির কথাই হচ্ছে। এ রাজ্যের জঙ্গল এলাকায় রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় কত যে হাতির মৃত্যু হয়েছে, তার ইয়ত্তা নেই। গত বিশ্ব হাতি দিবসে চিড়িয়াখানার একটি অনুষ্ঠানে রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই ট্রেনের গতি বেশি থাকায় হাতির মৃত্যু হয়। অর্থাৎ সেসব ক্ষেত্রে ট্রেনের গতি যদি কম থাকত তবে হয়ত হাতির মৃত্যু কিছুটা হলেও ঠেকানো যেত। জঙ্গল এলাকায় রাতে মালবাহী ট্রেন না চালানোর নির্দেশ থাকলেও তা মানা হয় না বলেও ক্ষোভ উগরে দিয়েছিলেন মন্ত্রী। এবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে অগ্রণী হল রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ড।

Advertisment

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে যৌথ কমিটি (জয়েন্ট অ্যাকশন কমিটি) গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ড। এ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, ‘‘এটা আমাদের উভয় পক্ষেরই দায়িত্ব। এধরনের দুর্ঘটনা ঠেকানোর জন্য রাজ্য বন দফতর ও রেলওয়ে কর্তৃপক্ষ, দু’জনকেই দায়িত্ব নিতে হবে।’’ এধরনের কমিটির ফলে অনেকটাই এ ঘটনা এড়ানো যাবে বলে আশাবাদী মন্ত্রী। রাজ্যের বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই কমিটিতে বন দফতর ও রেল কর্তৃপক্ষ, দুতরফেরই প্রতিনিধি থাকবেন। জয়েন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে বলেও জানান ওই আধিকারিক।

আরও পড়ুন, মোমো চ্যালেঞ্জ নিয়ে সচেতনতামূলক প্রচার সিআইডি-র

গত ২১ অগাস্ট এ নিয়ে খড়গপুর ডিআরএম অফিসে বৈঠকে বসেন রাজ্যের বন দফতর ও রেলওয়ে কর্তৃপক্ষের আধিকারিকরা। ওই বৈঠকেই যৌথ কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই নয়া পদ্ধতি বাস্তবায়িত করা হবে বলে জানান বন দফতরের আরেক আধিকারিক। উত্তর ও দক্ষিণবঙ্গের বহু এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে রেললাইন পাতা হয়েছে। ফলে সেখানে কোন পথ দিয়ে হাতি যাতায়াত করে, তা চিহ্নিত করে রেল কর্তৃপক্ষকে জানানোই ওই কমিটির প্রথম কাজ হবে বলে জানা গিয়েছে। ওই কমিটির তথ্য মোতাবেক সেই এলাকায় ট্রেনের গতি শ্লথ করা হবে।

Advertisment
kolkata news