Advertisment

Emerging Tech Conclave: 'ই-গভর্ন্যান্সে চূড়ান্ত সফল, বিনিয়োগ-বন্ধু' পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল অমিত মিত্রের

ই-গভর্ন্যান্সের মাধ্যমে রাজ্য সরকার কর আদায়-সহ অধিকাংশ প্রশাসনিক বিষয়ে এই সাড়ে সাত বছরে কতটা এগিয়ে গিয়েছে, এদিন মূলত সে বিষয়েই জোর দেন অমিত মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

'ইমার্জিং টেক কনক্লেভ'-এর মঞ্চে অনন্ত গোয়েঙ্কা ও অমিত মিত্র। এক্সপ্রেস ফটো।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হল 'ইমার্জিং টেক কনক্লেভ'। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন একাধিক বেসরকারি শিল্প গোষ্ঠীর শীর্ষ আধিকারিকরা। ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মোট দু'দিনের এই আলোচনা সভার শেষ দিন অংশ নিয়েছিলেন রাজ্যের অর্থ, আবগারি, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী অমিত মিত্র। শনিবার সভামঞ্চে অমিত মিত্রর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ই-প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা।

Advertisment

publive-image আলোচনাসভায় অমিত মিত্র। এক্সপ্রেস ফটো।

২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর বিগত সাড়ে সাত বছরে রাজ্য বেশ কিছু পরিবর্তন ঘটেছে। আলোচনার গোড়াতেই এ বিষয়ে অমিত মিত্রের অভিমত জানতে চান অনন্ত গোয়েঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার রাজ্য জুড়ে যে উন্নয়নমূলক কাজ করেছে তার বিস্তৃত বিবরণ দেন অর্থনীতির ছাত্র তথা বণিকসভা ফিকি-র প্রাক্তন সচিব অমিত মিত্র। ই-গভর্ন্যান্সের মাধ্যমে রাজ্য সরকার কর আদায়-সহ অধিকাংশ প্রশাসনিক বিষয়ে এই সাড়ে সাত বছরে কতটা এগিয়ে গিয়েছে, এদিন মূলত সে বিষয়েই জোর দেন অমিত মিত্র। পশ্চিমবঙ্গ যে ক্রমশ বিনিয়োগকারীদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে, একাধিক উদাহরণ দিয়ে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন খড়দহের বিধায়ক। বহু সমালোচিত লাল সুতোর ফাঁস কাটিয়ে উঠতে তাঁর সরকার যে কার্যকরী পদক্ষেপ করছে, সে কথা বার বার বলেছেন অমিত মিত্র।

publive-image বেসরকারি সংস্থার শীর্ষ কর্তাদের আলোচনা চক্র। এক্সপ্রেস ফটো।

ডিজিটাল প্রযুক্তি কীভাবে বাণিজ্যের সাবেক দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে, এদিন সে বিষয়েও একটি পৃথক আলোচনা চক্রের আয়োজন করেছিল 'ইমার্জিং টেক কনক্লেভ'। বৃহস্পতিবারের এই আলোচনা চক্রে অংশ নিয়েছিলেন দেশের একাধিক প্রথম সারির বেসরকারি সংস্থার শীর্ষ কর্তারা।

বুধবার এই আলোচনা সভায় উঠে এসেছিল প্রাত্যহিক জীবনে প্রযুক্তির ব্যবহারের কার্যকারিতার দিকটি। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হিডকো-র চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের আমলা দেবাশিষ সেন। রাজারহাট-নিউটাউন চত্বরে ই-রিক্সা বা টোটো পরিষেবার সহজলভ্যতা ও উন্নতির জন্য প্রযুক্তি ব্যবহারের দিক নিয়ে আলোচনা করেন তিনি।

government of west bengal
Advertisment