Advertisment

Air Conditioner: এই বর্ষায় AC নিয়ে মারাত্মক আশঙ্কা! সতর্ক করে কী বললেন বাংলার বিশিষ্ট চিকিৎসক?

Air Conditioner Machine: গত কয়েক বছর ধরেই এয়ার কন্ডিশনার মেশিনের চাহিদা বিপুলভাবে বেড়ে চলেছে। বিশেষ করে গরমের মরশুমে AC মেশিন কেনার হিড়িক এখন তুমুলভাবে বেড়ে গিয়েছে। গ্রীষ্মকাল পেরিয়ে রাজ্যে পা রেখেছে বর্ষা। তবে বৃষ্টি শুরু হলেও গরমের অস্বস্তি যেন কেটেও কাটছে না। গরম থেকে মুক্তি পেতে এসি অনেকেই চালিয়ে চলেছেন।

author-image
Nilotpal Sil
New Update
Eminent doctors are warning about running AC in monsoon

AC Machine: এসি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর।

Air Conditioner Machine: জ্বালাপোড়া গরম শেষে গোটা রাজ্যে নেমেছে বর্ষা। তবে বৃষ্টি শুরু হলেও গরমের ভ্যাপসা পরিস্থিতি এখনও অস্বস্তি বাড়িয়ে চলেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেই ঘরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা AC-ও চালিয়ে যাচ্ছেন। তবে বর্ষার মরশুমে AC চালানো নিয়ে এবার সতর্ক থাকতে পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের।

Advertisment

গত কয়েক বছর ধরেই এয়ার কন্ডিশনার মেশিনের চাহিদা বিপুলভাবে বেড়ে চলেছে। বিশেষ করে গরমের মরশুমে এসি মেশিন কেনার হিড়িক এখন তুমুলভাবে বেড়ে গিয়েছে। গ্রীষ্মকাল পেরিয়ে রাজ্যে পা রেখেছে বর্ষা। তবে বৃষ্টি শুরু হলেও গরমের অস্বস্তি যেন কাটছেই না। গরম থেকে মুক্তি পেতে এসি অনেকেই চালিয়ে চলেছেন। তবে জানেন কি বর্ষায় এসি চালাতে গেলে কিছু নিয়ম নীতি আপনাকে মানতেই হবে। অন্যতায় বেগ দিতে পারে শরীর। এসব নিয়েই সতর্ক করেছেন বিশিষ্ট চিকিৎসক শাশ্বত আচার্য

চিকিৎসকের কথায়, বর্ষাকালে এসি চালাতেই পারেন। তবে তা করতে হবে সহজ কয়েকটি নিয়ম মেনে। গরমের অস্বস্তিকর পরিস্থিতি বর্ষাতেও তৈরি হলে তবেই এসি চালান। অন্যথায় বর্ষায় এয়ার কন্ডিশনার মেশিন চালানোর ব্যাপারটি এড়িয়ে যেতে পারেন। তবে যদি চালাতেই হয়, তবে একটানা বেশিক্ষণ এসি না চালানোই ভালো। বর্ষায় বাইরের তাপমাত্রা প্রায়শই ওঠানামা করে। টানা বৃষ্টিতে তাপমাত্রা বেশ খানিকটা কমেও যায়। সেক্ষেত্রে ঘরের এসির তাপমাত্রার তারতম্য না ঘটানো হলে শরীর খারাপ হতে পারে। এছাড়াও বর্ষায় AC-র টাইমার দিয়ে রাখুন। যাতে নির্দিষ্ট সময় পর AC নিজে থেকে চলা বন্ধ করে দেয়।

আরও পড়ুন- Ariadaha Lynching Case: আড়িয়াদহে মা-ছেলেকে বেধড়ক মার, দুরন্ত কায়দায় মূল অভিযুক্ত জয়ন্ত পুলিশের জালে

AC যে ঘরে থাকে সেই ঘরটি সাধারণভাবেই একটু বদ্ধ প্রকৃতির হয়। অর্থাৎ, ঘরে হাওয়া ঢোকা ও বেরনোর যেসব জায়গা থাকে সেগুলো বন্ধ থাকে। AC চললে দরজা-জানলা কোনও কিছুই খোলা চলে না। চিকিৎসক বলছেন, যতক্ষণ এসি চলছে ততক্ষণ দরজা জানালা বন্ধ রাখুন। তবে এসি বন্ধ রাখলে ঘরের দরজা জানালা খুলে দিন।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগে পড়ুন! অভূতপূর্ব তৎপরতায় যুগান্তকারী সাফল্যের শিখরে কলকাতা মেট্রো

এতে ঘরে বাইরের বায়ু চলাচল সহজেই করতে পারবে। বদ্ধ ঘরে কোনও ব্যাকটেরিয়া তৈরি হলে তা রোদ-বায়ু পেলে নষ্ট হয়ে যাবে। বর্ষায় এসির মধ্যেও ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। এছাড়াও বর্ষায় এসির লিকেজের সম্ভাবনাও বেশি থাকে। তাই সেই ব্যাপারটিও খেয়াল রাখুন। নির্দিষ্ট সময় অন্তর এসির ফিল্টার পরিষ্কার করুন।

Air Conditioner West Bengal Ac Machine air conditioner machine
Advertisment