Advertisment

গ্রুপ 'ডি' মামলায় মরার ওপর খাঁড়ার ঘা! চাকরি গেল ১৯১১ জনের, হতে পারেন গ্রেফতারও

গ্রুপ ডি পদে ১৯১১ জনের সুপারিশ পত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি SSC-র।

author-image
IE Bangla Web Desk
New Update
HC directed the police to take the opposition to the center to submit nominations

কলকাতা হাইকোর্ট।

গ্রুপ ডি পদে চাকরি হারালেন ১ হাজার ৯১১ জন। শুক্রবারই গ্রুপ ডি পদে ১ হাজার ৯১১ জনের সুপারিশ পত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ ডি মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো পদক্ষেপ এসএসসির। এর আগে দুপুর ১২টার মধ্যে কমিশনকে হলফনামা জমার নির্দেশ দিয়েছিল আদালত। হলফনামা জমার ৫ মিনিটের মধ্যে তা আপলোডের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Advertisment

গ্রুপ ডি নিয়োগেও সীমাহীন দুর্নীতি প্রকাশ্যে। এবার বেনিয়ম করে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চাকরি পাওয়া গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিল করল এসএসসি। এর আগে বৃহস্পতিবারই এসএসসির আইনজীবীকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘আপনারাই যখন বলছেন ২৮১৯ জনের ওএমআর শিট কারচুপিতে সন্দেহ নেই, তখন প্রয়োজনীয় পদক্ষেপ করুন। প্রথমে আলাদা ভাবে এই প্রার্থীদের নাম কমিশনের সাইটে আবারও প্রকাশ করুন। তার পর তাঁদের নিয়োগ বাতিল করুন।’

আরও পড়ুন- অভিনব! সোনা পাচারের এমন কায়দা জানলে চোখ কপালে উঠতে বাধ্য!

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের পরেই আজ কড়া পদক্ষেপ করল এসএসসি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই আজ বাতিল হল বেনিয়ম করে গ্রুপ ডি পদে চাকরি করা ১৯১১ জনের সুপারিশপত্র। প্রত্যেকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই পাশাপাশি চাকরি যাওয়া ১৯১১ জনের জায়গায় এবার ওয়েটিং লিস্টে থাকা ১৯১১ জন যোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতির। ২৪ ঘণ্টার মধ্যে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ বিতারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুন- ‘ডায়নামিক ইয়ুথ আইকন রাহুল’, ফের প্রশংসায় ভরিয়ে বিহারীবাবুর ইঙ্গিতটা ঠিক কী?

এক্ষেত্রে যোগ্যদের নিয়োগের জন্য এসএসসি-কে ৩ সপ্তাহ প্রাথমিক সময় দিয়েছেন বিচারপতি। তবে প্রয়োজনে সেই সময় আরও বাড়ানো হতে পারে। এরই পাশাপাশি চাকরি বাতিল হওয়া ১৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়েও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।

Group-D highcourt SSC
Advertisment