Advertisment

মারাত্মক দুর্ঘটনায় দাউদাউ করে আগুন ট্রেনের ইঞ্জিনে! ফরাক্কায় বড় বিপদ!

মুর্শিদাবাদের ফরাক্কায় দুর্ঘটনার কবলে আপ রাধিকাপুর এক্সপ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Engine of Up Radhikapur Express caught fire after collision with truck at Farakka

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বালিবোঝাই ট্রাক।

মুর্শিবদাাবদের ফরাক্কায় দুর্ঘটনার কবলে আপ রাধিকাপুর এক্সপ্রেস। রেল ট্র্যাকে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিতে ছুটে আসা ট্রেন। ভয়াবহ এই দুর্ঘটনায় ভেঙে গুঁড়িয়ে গিয়ে ট্রাকের বহু যন্ত্রাংশ রেললাইনেই আটকে যায়। এদিকে ট্রেনটিরও ইঞ্জিনে আগুন ধরে যায়।

Advertisment

ঠিক কী ঘটেছিল?

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বালিবোঝাই একটি ট্রাক হঠাৎই ফরাক্কার বল্লালপুরের কাছে রেল ট্র্যাকে দাঁড়িয়ে পড়ে। সেই সময়ে ওই লাইন দিয়েই ছুটে আসছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। দাঁড়িয়ে পড়া ট্রাকে সজোরে ধাক্কা দেয় ট্রেনটি। ট্রেনচালক ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। ট্রেনের ধক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে তার যন্ত্রাংশ ট্র্যাকে আটকে যায়।

আরও পড়ুন- একরত্তির অবিস্মরণীয় কীর্তি! অকল্পনীয় প্রতিভায় মুঠোয় শ্রেষ্ঠত্বের শিরোপা! বাংলার মুখ উজ্বল

রেলের তরফে কী জানানো হল?

রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুরের দিকে যাচ্ছিল। ফরাক্কার বল্লালপুর স্টেশনের কাছে রেলট্র্যাকে হঠাৎই একটি ট্রাক এসে যায়। ট্রেনের চালক ব্রেক কষেন। তবে ট্রাকে সজোরে ধাক্কা লাগে ট্রেনের। ট্রেনটির ইঞ্জিনের কামরাটি ট্র্যাক থেকে সরে যায়। হঠাৎই ইঞ্জিনে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।

আরও পড়ুন- শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কাটলেই জাঁকিয়ে শীত?

দুর্ঘটনার খবর পেয়ে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এছাড়াও পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে যান। দমকল গিয়ে ট্রেনের ইঞ্জিনের আগুন নেভায়। এই দুর্ঘটনার জেরে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

fire Murshidabad West Bengal Train Accident
Advertisment