Advertisment

ক্যানসার আক্রান্ত একরত্তি, চিকিৎসার খরচ জোগাড়ে অভিনব উদ্যোগ একদল পড়ুয়ার

মারণ ব্যাধি ক্যানসারে আক্রান্ত একরত্তির চিকিৎসার খরচ জোগাড়ে পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
Engineering students of haldia trying to help financially cancer affected child family

ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার খরচ জোগাড়ে গান গেয়ে টাকা তুলছেন একদল পড়ুয়া। ছবি: কৌশিক দাস।

মারণ ব্যাধি ক্যানসারে আক্রান্ত একরত্তির চিকিৎসার খরচ জোগাড়ে এবার পথে একদল তরুণ-তরুণী। গান গেয়ে পথে ঘুরে ৩ বছরের শিশুর চিকিৎসার খরচ জোগাড় করছেন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল পড়ুয়া। তাঁদের অভিনব এই উদ্যোগে মিলছে সাড়াও। এভাবেই গত কয়েকদিনে ১৪ হাজার টাকারও বেশি তুলে ফেলেছেন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া তন্ময় পাঁজা, সুবর্ণ কর, সৌভিক জানারা। সংগৃহীত অর্থ শিশুটির পরিবারের হাতে তুলে দেবেন তাঁরা।

Advertisment

গত এক বছর ধরে মারণ ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার ঘোলার বটতলার বাসিন্দা এক শিশু। বছর তিনেকের ওই শিশুর পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। সেই কারণেই ক্যানসারের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তার বাড়ির লোকজনদের। এই খবর কানে যেতেই এগিয়ে আসে হলদিয়ার একদল পড়ুয়া। তাঁরাই হলদিয়ার বিভিন্ন এলাকায় গান করে টাকার জোগাড়ে নেমে পড়েছেন। যত বেশি সম্ভব টাকার জোগাড় করে শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়াই লক্ষ্য ওই পড়ুয়াদের।

publive-image
মাত্র কয়েকদিনেই শিশুর চিকিৎসার খরচ জোগাড়ে ১৪ হাজার টাকারও বেশি তুলে ফেলেছেন এই পড়ুয়ারা।

শিশুটির চিকিৎসার খরচ জোগাড় করতে গিটার হাতে রাস্তায় নেমেছেন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির পড়ুয়ারা। পথচলতি মানুষজনকে গান শুনিয়ে টাকা তুলছেন তাঁরা। গত দু'সপ্তাহ ধরে কলেজ চত্বরের পাশাপাশি হলদিয়া শহরের সিটি সেন্টার শপিং মলের সামনেও গান গেয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া তন্ময় পাঁজা, সুবর্ণ কর, সৌভিক জানা, সিমরন বোস, দেবাঙ্গী চ্যাটার্জি, পৃথ্বীশ নন্দী, রাজদীপ সাহা, রজত দাসরা।

আরও পড়ুন- অশনির প্রভাব জারি, আজও বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা

কখনও হিন্দি, কখনও বা বাংলা গান গাইছেন তাঁরা। তারই ফাঁকে পথচলতি মানুষজনের কাছে চলছে সাহায্য-প্রার্থনা। যে যেমন সাহায্য দিচ্ছেন, তা নিয়েই বাক্সে জমা করছেন পড়ুয়ারা। খুদের চিকিৎসায় পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হলদিয়ার বহু মানুষ। কয়েকদিনে এভাবেই তাঁদের হাতে উঠে এসেছে সাড়ে ১৪ হাজার টাকা। সেই টাকাই এবার তাঁরা তুলে দেবেন উত্তর ২৪ পরগনার ঘোলায় থাকা শিশুটির পরিবারের হাতে।

students cancer Haldia Child illness
Advertisment