Advertisment

Digha: দিঘায় এবার ফাটাফাটি মজা! পর্যটকদের মনোরঞ্জনে বাম্পার ব্যবস্থা! দুরন্ত ইভেন্ট স্টার্ট নতুন বছরেই!

Digha: পর্যটকদের মন কাড়তে নজরকাড়া আয়োজন দিঘায়।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
This route will cost only 45 rupees to go from Howrah to Digha, মাত্র ৪৫ টাকাতেই হাওড়া থেকে দিঘা

Digha: দিঘার অপরূপ সমুদ্র সৈকত।

Digha: নতুন বছরে সমুদ্র নগরী দিঘায় পর্যটকদের কাছে উপরি পাওনা হতে চলেছে জুরাসিক পার্ক। দিঘা সায়েন্স সেন্টারে নতুনভাবে গড়ে উঠছে এই জুরাসিক পার্ক। দিঘা সায়েন্স সেন্টারের প্রধান আকর্ষণ একসময় ছিল এই জুরাসিক পার্ক। তবে এবার তা আরও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে নতুন বছরে। বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডাইনোসর মডেল ওয়াক মুভমেন্ট করবে, তেমনই অন্যদিকে বিশেষ সাউন্ড সিস্টেমের মাধ্যমে ডাইনোসরের মুখ দিয়ে আওয়াজও প্রকাশ করা হবে।

Advertisment

ডাইনোসর পার্ক নতুনভাবে সেজে উঠছে পূর্ব মেদিনীপুরের দিঘায়। ২০১০ সালে বিজ্ঞান কেন্দ্রের পিছনের অংশে একটি বড় জায়গায় এই বিনোদন পার্ক চালু হয়। ডাইনোসরের উৎপত্তি তার জীবন যাত্রা থেকে শুরু করে সবকিছুই লাইট অ্যান্ড সাউন্ড পদ্ধতি সাহায্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। পর্যটক এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীরা সেখানে ভিড় জমাবেন। জুরাসিক পার্ক থাকলেও বর্তমানে সেটি বেহাল অবস্থা।

ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের অধীন রাষ্ট্রীয় সংগ্রহালয় পরিষদের পরিচালনায় সায়েন্স সেন্টারটি চলে। পর্যটকরা এখানে এলে বিজ্ঞানের বিভিন্ন দিক যেমন দেখতে পারবেন, তেমনই সঙ্গে থ্রি ডি শো, বিজ্ঞানের বিভিন্ন খেলাও দেখতে পাবেন।

আরও পড়ুন- ফিকে শীতের আমেজ, বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়, আবহাওয়ায় তুমুল বদল জানুয়ারির শুরুতেই?

নিউ দিঘার বাংলা ওড়িশা সীমানার কাছেই এই সায়েন্স সেন্টারটি রয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এখানে এসে ভিড় জমান। দিঘা সায়েন্স সেন্টার এর কিউরেটর নিরঞ্জন গুপ্তা বলেছেন, 'জুরাসিক পার্কটি আমরা আবার নতুন করে সাজিয়ে তুলছি। পর্যটক ও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নতুনভাবে নতুন রূপে সেজে উঠছে এই পার্ক।' ডাইনোসরের বিশেষ এই জুরাসিক পার্ক গড়ে ওঠার খবরে খুশি পর্যটকরাও।

Digha Digha Tourism Tourists in Digha
Advertisment