Premium: বই সংগ্রহই নেশা, বইমেলা থেকে লক্ষাধিক টাকার বই কিনে নজির নদিয়ার শিক্ষকের
বই সংগ্রহ করা তাঁর নেশায় পরিণত হয়েছে। তার জন্য আমিষ খাওয়া ছেড়ে সঞ্চয় বাড়িয়েছেন তিনি। শুধু তাই নয়। জীবনের বেশ কিছু বিলাসিতাকে হাসি মুখেই ত্যাগ করেছেন তিনি। ভবিষ্যতে একটি লাইব্রেরি তৈরির ইচ্ছা রয়েছে দেবব্রত বাবুর।
তিনি ভালবাসেন বই পড়তে ও পড়াতে। সংগ্রহে রয়েছে প্রায় ১৪ হাজার বই। প্রতিবছরই কলকাতা বইমেলা থেকে লাখ লাখ টাকার বই কিনে সকলে চমকে দেন পেশায় শিক্ষক চাকদহের বাসিন্দা দেবব্রত চট্টোপাধ্যায় ৷ এবারও তার কোন ব্যাতিক্রম নেই।
Advertisment
নিজেই রেকর্ড গড়েন। আবার সেই রেকর্ড তিনি নিজেই ভাঙেন। এবার বই মেলা থেকে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার বই কিনে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন চাকদহের এই শিক্ষক। ইন্টারনেটের যুগে এমন বইপ্রেম দেখে সকলেই ধন্য ধন্য করছেন দেবব্রতবাবুকে। তাঁর সংগ্রহে রয়েছে কোটি টাকা মূল্যের বই।
কিন্তু এত বিপুল পরিমাণে বই কেনেন কেন তিনি? ইংরাজির শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, '১৯৯৪ সালে প্রথম বইমেলায় যাওয়া। বই কেনা। সেই থেকে বই কেনাটা তাঁর কাছে একটা নেশা। তিনি একদিকে যেমন ভালবাসেন বই পড়তে তেমনই ভালবাসেই বই পড়াতে। প্রচুর মানুষ, ছাত্র-ছাত্রীরা তাঁর বাড়িতে আসেন পছন্দের বই সংগ্রহ করে তা পড়েন। এর মধ্যেই যেন এক আলাদাও তৃপ্তি খুঁজে পান তিনি'।
বাড়িতে রয়েছেন বাবা-মা-শিক্ষিকা স্ত্রী ও একমাত্র সন্তান। দেবব্রতবাবু বলেন, " বই কেনার জন্য বছরের প্রথম থেকেই সঞ্চয় শুরু করি। এব্যাপারে আমাকে পরিবার বিশেষ করে আমার স্ত্রী সব সময়ই আমার পাশে দাঁড়িয়েছেন। এবারেও বই কেনায় আমাকে ৯০ হাজার টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি"।
আজকের পিডিএফ-ইন্টানেটের যুগে সত্যিই কী এত বই কাজে লাগে? উত্তরে ইংরাজির এই শিক্ষক তথা বইপ্রেমী দেবব্রত বাবু বলেন, "প্রথমত বইকে ছুঁয়ে ভালবেসে পড়ার মধ্যে যে তৃপ্তি রয়েছে তা অন্যকিছুতে নেই। পাশাপাশি সব বই সময় যে ইন্টারনেট বা পিডিএফ আকারে মিলবেই তার নিশ্চয়তা কোথায়'?
বই সংগ্রহ করা তাঁর নেশায় পরিণত হয়েছে। তার জন্য আমিষ খাওয়া ছেড়ে সঞ্চয় বাড়িয়েছেন তিনি। শুধু তাই নয়। জীবনের বেশ কিছু বিলাসিতাকে হাসি মুখেই ত্যাগ করেছেন তিনি। ভবিষ্যতে একটি লাইব্রেরি তৈরির ইচ্ছা রয়েছে দেবব্রত বাবুর। জমিও দেখা হয়ে গিয়েছে। তিনি আশাবাদী, আগামী বইমেলার আগেই তিনি তার স্বপ্নের এই লাইব্রেরিটি উদ্বোধন করবেন। যেখানে মিলবে ১৪ হাজার বইয়ের দুর্লভ সম্ভার।