মোদী-শাহের রাজ্য গুজরাতের বিধানসভা নির্বাচনে এবার বড় দায়িত্ব দেওয়া হল বাংলার বিজেপি নেত্রীকে। মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে সেন্ট্রাল জোনের কো-ইনচার্জ করেছে গেরুয়া শিবির। দলের মহিলা মোর্চার নেত্রী হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীরূপাকে।
আর কয়েক মাস পরেই গুজরাতে বিধানসভা ভোট। গুজরাতে ক্ষমতা ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। উল্টোদিকে, কংগ্রেসের কোমর ভেঙে মোদী-রাজ্যে চমক দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। কেজরি পালা করে গুজরাত সফর করছেন। গুজরাতে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলবেন বলে সভা-মিছিলে দাবি করছেন কেজরি।
আরও পড়ুন- ঘাস-ফুলে আদি-নব্য বিবাদ, চলছে চাপের খেলা, কৌশলে বিরাট বার্তা মমতার
তাই বিজেপিও বা়ডতি সতর্কতা নিচ্ছে। গেরুয়া দল রাজ্যজুড়ে প্রচারে শান দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের দলীয় নেতা-নেত্রীদের গুজরাতে তুলে আনা হচ্ছে। বাংলার বিজেপি নেত্রীকেও মোদী-রাজ্যের বিধানসভা নির্বাচনে বড়া দায়িত্ব দেওয়া হয়েছে। জোন ভাগ করে মোদী রাজ্যে দলের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপাকে গুজরাতের সেন্ট্রাল জোনের কো-ইনচার্জ করা হয়েছে।
এর আগে বাংলা থেকে লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়দের ভিনরাজ্যে দলের কাজে পাঠিয়েছে বিজেপি। লকেটকে উত্তরাখণ্ডের ভোটের কাজে পাঠানো হয়েছিল। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একাধিক রাজ্যে দলের কাজে যেতে হয়। এবার গুজরাতের ভোটেও ফের বাংলা থেকেই এক নেত্রীকে বড় দায়িত্ব দিল গেরুয়া দল।