২৯ জুলাই এসএসসির বঞ্চিত (২০১৬ সাল) চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেধাতালিকাভুক্ত প্রত্যেকে যাতে চাকরি পান ওই বৈঠকে আন্দোলনকারীদের সেই আশ্বাস দিয়েছিলেন অভিষেক। ওইদিনই আজকের বৈঠকের ঘোষণা হয়। স্থির হয় ৮ অগাস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনায় বসবেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। সেই অনুযায়ী এদিন মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বঞ্চিত চাকরিপ্রার্থী শহিদুল্লা সহ আন্দোলনকারীদের ৮ জন প্রতিনিধি বৈঠক করেন। শিক্ষামন্ত্রী 'সবার চাকরি হবে' বলে আশ্বস্ত করেছেন বলে বৈঠক শেষে দাবি
করেছেন শহিদুল্লা।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারী চাকরিপ্রার্থী শহিদুল্লা বলেন, 'সবার চাকরি হবে, আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। মেধাতালিকায় নাম থাকা একজনও বঞ্চিত না হয় সেটাই বলেছেন তিনি। আজকের আলোচনা সদর্থক হয়েছে।'
৫১২ দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন। এ দিনের আলোচনার পর কী বঞ্চিতরা আন্দোলন প্রত্যাহার করবেন? শহিদুল্লা বলেছেন, 'আমরা আশ্বাস নয়, নিয়োগপত্র চাইছি। সেটা হাতে পেলেই আন্দোলন প্রত্যাহার হবে।'
নিয়োগ জট ঠিক কোথায়? তা নিয়ে শিক্ষামন্ত্রী ও আন্দোলনকারী চাকরি প্রার্থীদের মধ্যে এ দিন বিস্তারিত কথা হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে মুখ্যমন্ত্রী সহ সরকারি নানাস্তর থেকে একাধিকবার নিয়োগের আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কিন্তু, তখন নিয়োগপত্র হাতে না পেলে আবস্থান আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু দিন ১০ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ আশ্বাসের পর তাঁদের খুশির কথা জানিয়েছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সেদিন শহিদুল্লা বলেছিলেন, 'একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আলোচনা যে ভাবে হয়েছে তা ইতিবাচক, আমরা খুশি। আর আন্দোলন প্রত্যাহারের বিষয়টি আলোচনা করেপরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'
আজকের বৈঠককেও 'সদর্থক' বলেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।