হুল দিবসে সব পরীক্ষা স্থগিতের পথে হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার রাতেই এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই আজকের স্থগিত রাখা পরীক্ষাগুলি নিয়ে নিতে হবে স্কুলগুলিকে। এদিকে, হুল দিবসে ছুটি ঘোষণা করে আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজ হুল দিবস। বুধবার রাতেই তাই আজকের পরীক্ষা বাতিলের নির্দশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্কুলগুলিতে পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে না।
উল্লেখ্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমিক পরীক্ষাগুলি ২৮ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা ছিল। যদিও পরীক্ষার সেই সূচি ঘোষণার সময় হুল দিবসে ছুটি থাকার কথা বলা হয়নি।
আরও পড়ুন- তেড়ে বৃষ্টিতে ধুয়ে যাবে একাধিক জেলা, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বুধবার রাতেই আচমকা হুল দিবসে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে আচমকা
এই সিদ্ধান্তে স্বভাবতই আবাক হয়ে যান পড়য়া থেকে শুরু করে তাঁদের অভিবভাবকরা। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফেও আজ স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, স্নাতকস্তরের পরীক্ষা আগামী ৪ অগাস্ট নেওয়া হবে।