পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থীর বাড়িতে হানা দিল সন্ত্রাসদমন বাহিনী এনআইএ। উদ্ধার হল বেআইনি ভাবে মজুত রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ এই অভিযান চালায়। অভিযানের আঁচ পেয়েই আগেভাগে চম্পট দেন তৃণমূল প্রার্থী। এনআইএ সূত্রে খবর, ওই তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছে পৌঁছেছে পুলিশেরও।
স্থানীয় বাসিন্দারাও গোটা ঘটনায় হতবাক। কারণ, এবার 'নবজোয়ার' কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই করেছে তৃণমূল কংগ্রেস। আর, সেই বাছাইপর্ব সেরেছে দলের শীর্ষ নেতৃত্ব। ফলে, এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বও অস্বীকার করতে পারবেন না। কারণ, বাছাই প্রার্থীদের বিরুদ্ধে দলের কেউ প্রার্থী হলে, তাঁকে বিভিন্ন জেলায় সাসপেন্ড এবং দল থেকে বিতাড়ন পর্যন্ত করছে তৃণমূলের হাইকমান্ড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর গ্রামের ওই তৃণমূল পঞ্চায়েত প্রার্থীর নাম মনোজকুমার ঘোষ। তিনি পেশায় পাথর ব্যবসায়ী। এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের প্রতীকে নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় পুলিশ কিছু জানতে না-পারলেও গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সাতসকালে ওই প্রার্থীর বাড়িতে হানা দেন এনআইএর সশস্ত্র আধিকারিক ও জওয়ানরা।
বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিসিটিভির ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে ১৩০টি জিলোটিন স্টিক। যার ওজন ১৬২.৫০ কেজি। সঙ্গে, ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেটও উদ্ধার করেছেন এনআইএর আধিকারিকরা। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাঁরা গোটা ঘটনায় উলটে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে।
আরও পড়ুন- কেষ্টহীন বীরভূমে বিরোধীদের ‘হোয়াইট-ওয়াশ’ করবে তৃণমূল? অকপট নানুরের কাজল শেখ
স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপিই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক ওই তৃণমূল প্রার্থীর বাড়িতে রাখিয়েছে। এব্যাপারে তৃণমূলের ব্লক সভাপতি অশোক ঘোষ বলেন, 'মনোজ খুব ভালো ছেলে। যেদিন থেকে ভোটে দাঁড়িয়েছে, সেদিক থেকে বিজেপি ওঁর পিছনে লেগেছে। সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে মনোজকে ফাঁসানো হয়েছে।'
তৃণমূলের এই অভিযোগ অবশ্য মুখ বুজে শোনেনি বিজেপি। কেষ্টহীন বীরভূমেও তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীর বাড়ি থেকে এই বিপুল অস্ত্র উদ্ধার! তাতে তাঁরা হতবাক নন বলেই জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, 'তৃণমূল মানেই তো বোমা-বারুদ। ফলে, ওঁদের বাড়ি থেকে তো বিস্ফোরকই উদ্ধার হবে। এতে অবাক হওয়ার তো কিছু নেই।'