Advertisment

আধার-প্যান সংযোগের সময়সীমা বাড়ান, মোদীকে চিঠি অধীরের

বিনামূল্যে সংযোগের অনুরোধ লোকসভায় কংগ্রেসের দলনেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir_Modi

আধার কার্ড ও প্যান সংযোগের সময়সীমা শেষ হচ্ছে ৩১ মার্চ। তার মধ্যে সংযোগ না-করলে, বাতিল হবে প্যান কার্ড। এই আশঙ্কায় দেশজুড়ে আধার ও প্যান কার্ডের সংযোগের জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আবেদন করলেই দিতে হচ্ছে ১,০০০ টাকা। সেই হিসেবে যে পরিবারে ১০ জন সদস্য, তাঁদের স্বভাবতই দিতে হবে ১০ হাজার টাকা। তাই বিষয়টি সাধারণ মানুষ মোটেও ভালোভাবে দেখছে না।

Advertisment

অনেকেই ব্যাপারটিকে মনে করছেন, জনসাধারণকে দুর্ভোগের মধ্যে ইচ্ছাকৃতভাবে ফেলা হয়েছে। দেশবাসীর এই মনের কথা বুঝে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি আধার এবং প্যানের সংযোগের চূড়ান্ত সময়সীমা আরও ছয় মাস বাড়িয়ে দেওয়ার জন্য প্রধামন্ত্রীর কাছে আবেদন করেছেন।

চিঠিতে অধীর চৌধুরী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, দুই কার্ডের মধ্যে সংযোগ করতে গিয়ে জনসাধারণের দুর্ভোগের সীমা থাকছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হচ্ছে। যা দেশের অনেকের কাছেই ইতিমধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মানুষকে এজন্য যন্ত্রণা পোহাতে হচ্ছে। সেই কথা মাথায় রেখে আধার-প্যান সংযোগের চূড়ান্ত সময়সীমা বৃদ্ধির পাশাপাশি অধীর চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে ফি মকুবেরও আবেদন করেছেন। কারণ, জনপ্রতি হাজার টাকা দেওয়ার ক্ষমতা অনেক পরিবারেরই নেই।

আরও পড়ুন- কয়লা পাচার মামলা: মমতার অত্যন্ত ঘনিষ্ঠ এই মন্ত্রীকে দিল্লি তলব ED-র

শুধু তাই নয়, দেশের বেশিরভাগ মানুষ দূরবর্তী গ্রামে বাস করেন। যেখানে ইন্টারনেটের সুবিধাই তেমনভাবে পৌঁছয়নি। চিঠিতে মোদীকে এসব কথা মাথায় রাখার আহ্বান জানান অধীর। লোকসভার কংগ্রেস নেতা চিঠিতে বলেছেন, 'আমি অনুরোধ করছি যাতে সব স্থানীয় এবং সাব পোস্ট অফিস বিনামূল্যে প্যান এবং আধার কার্ড সংযোগে জনসাধারণকে সাহায্য করে।' এর আগে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার এবং প্যানের সংযোগ বিনামূল্যে করা যাচ্ছিল। ২০২২ সালের ১ এপ্রিল থেকে এই সংযোগ করার জন্য ৫০০ টাকা চার্জ যুক্ত হয়। আর, ২০২২ সালের ১ জুলাই থেকে সেটাই বেড়ে হয়েছে ১,০০০ টাকা।

adhir choudhury modi Aadhar Card
Advertisment