Advertisment

Extramarital Affairs: মাখ-মাখ পরকীয়া, ধরা পড়তেই মারধর-হুমকি, তারপর যা হল…

Malda: প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রতিবেশী গৃহবধু রোশনি বিবির সঙ্গে ওই কলেজ পড়ুয়ার পরকীয়া সম্পর্ক ছিল।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
extramarital affairs young suicide malda, মালদা বিবাহ বর্হিভুত সম্পর্ক আত্মঘাতী যুবক

Young Man Commits Suicide: শোকবিহ্বল আত্মঘাতী যুবকের পরিবার।

Young Man Commits Suicide Due To Extramarital Affairs: পরকীয়া সম্পর্কের জেরে প্রকাশ্য রাস্তায় কলেজ ছাত্রকে পিটিয়ে ছিল প্রতিবেশী গৃহবধুর পরিবারের লোকেরা। এমনকী বাড়িছাড়া করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর সেই আতঙ্কেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্নাতকস্তরের এক পড়ুয়া!

Advertisment

শনিবার সকালে বাড়ির ঘর থেকেই ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের মৌলপুর এলাকায়। এই ঘটনার পর ওই এলাকায় তদন্তে যায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

কলেজ পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেশী রোশনি বিবি, নৌশাদ শেখ সহ তাঁর পরিবারের লোকেদের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম হাসান শেখ (২২)। সে পুরাতন মালদার গৌড় কলেজের স্নাতকস্তরে কলা বিভাগে পাঠরত ছিল। বাড়ির একমাত্র ছেলের আত্মঘাতী হওয়ায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

আরও পড়ুন- Summer Special Train: এই গরমে পাহাড়ে যাবেন? চাই নিশ্চিৎ টিকিট? সুখবর দিল পূর্ব রেল

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রতিবেশী গৃহবধু রোশনি বিবির সঙ্গে ওই কলেজ পড়ুয়ার পরকীয়া সম্পর্ক ছিল। এই নিয়েই ওই গৃহবধুর পরিবারের লোকেরা ওই যুবককে শুক্রবার রাতে ব্যাপক মারধর করে এবং গ্রাম ছাড়া করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ। এরপরেই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

মৃতের মা হাসনারা বিবি পুলিশকে অভিযোগে জানিয়েছেন, প্রতিবেশী গৃহবধূ রোশনি বিবির পরিবারের লোকেরা এদিন রাতে ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযুকতের মোবাইল, মানিব্যাগ সব কেড়ে নিয়েছিল । এরপর ওদের বাড়ির সামনেই বেঁধে ব্যাপক মারধর করে ছেলেকে। এমনকী এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপরেও কোনওরকমে ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তারপর থেকেই হাসান শেখ আতঙ্কিত হয়ে পড়েছিল। ছেলের মৃত্যুর ঘটনার পিছনেই অভিযুক্তরা দায়ী। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের খোঁজ চালানো হচ্ছে।

Maldah Malda
Advertisment