Advertisment

অভিষেকের নবজোয়ারে চরম বিশৃঙ্খলা, রক্ষীদের ঘাড়ধাক্কা খেয়ে আহত মন্ত্রী

কাঁথির মুকুন্দপুরে ঘটনাটি ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek and Akhil Giri

অভিষেক ব্যানার্জি ও অখিল গিরি

খোদ কাঁথিতেই দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আহত হলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। রাজ্যের কারামন্ত্রীকে কার্যত ধাক্কা মেরে সরিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষীরা। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষীদের ধাক্কায় আহতও হলেন কারামন্ত্রী অখিল গিরি। রাজ্যের বিভিন্ন স্থানে 'নব জোয়ার' কর্মসূচি উপলক্ষে মিছিল ও সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

অতীতে রাজ্যের বিভিন্ন জেলায় তিনি এই কর্মসূচি পালন করেছেন। আর, বহু জায়গা থেকে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। তারই মধ্যে এবার বিশৃঙ্খলার অভিযোগ উঠল কাঁথিতেও। কাঁথির মুকুন্দপুরে 'নব জোয়ার' উপলক্ষে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ছিল। সেখানেই রাজ্যের প্রবীণ কারামন্ত্রীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষীদের বিরুদ্ধে।

ছবিতে দেখা গিয়েছে, প্রবীণ কারামন্ত্রী ধাক্কা খেয়ে ক্ষুব্ধ হন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষীদের কিছু বলার চেষ্টা করেন। কিন্তু, সেসব শোনা দূর। উলটে, কারামন্ত্রীকে কার্যত ধাক্কা দিয়ে ওই জায়গা থেকে রক্ষীরা সরিয়ে দেন। যাতে কাঁথির বুকে গোড়া থেকে তৃণমূল সংগঠনকে তৈরি করা অখিল গিরি রীতিমতো আঘাত পেয়েছেন বলেই অভিযোগ উঠছে। গোটা ঘটনাটি ঘটেছে জনসমক্ষে। বিভিন্ন গণমাধ্যম তা ক্যামেরাবন্দিও করেছে।

এর আগে, রাজ্যের বিভিন্ন জেলায় একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষীদের বিরুদ্ধে নিরাপত্তার নামে বাড়াবাড়ি করার অভিযোগও উঠেছে। যার জেরে তৃণমূলের বহু নেতা-কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পারেননি বলে অভিযোগ। কিন্তু, সেসব নিয়ে বেশিরভাগ নেতা-কর্মীই লজ্জা ও ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

আরও পড়ুন- যন্তর-মন্তরে কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে পথে মমতা, বিচার চেয়ে ক্রীড়াবিদদের নিয়ে মিছিল

কাঁথির ঘটনা সেই সব বিশৃঙ্খলারই পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেকেই। তবে, এবার প্রকাশ্য দিবালোকে বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরার সামনে যা ঘটার তা ঘটেছে। তার ফলে, এর আগের বিশৃঙ্খলাগুলোয় তৃণমূলের নেতা ও কর্মীরা কীভাবে রক্ষীদের দ্বারা অপমানিত হয়েছেন, তা বুধবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে, অখিল গিরি নিজে প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষীদের ব্যাপারটিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, 'ছোট রাস্তায় বহু মানুষ জড় হওয়ায় ঠেলাঠেলি হয়েছে। কেউ ধাক্কা মারেনি।'

tmc abhishek banerjee akhil giri
Advertisment