Advertisment

দিল্লির পাশাপাশি বাংলাতেও এবার দোস্তি! ইন্ডিয়া জোটের হোডিংয়ে কীসের ইঙ্গিত?

বিরোধী ইন্ডিয়া জোটের হোডিংয়ে দেখা যাচ্ছে মমতা-সনিয়া, রাহুল-অভিষেক, সেলিম-সুজন-অধীরের মুখ!

author-image
IE Bangla Web Desk
New Update
Faces of Mamata Sonia Rahul Abhishek Salim Sujan Adhir are seen together at India Alliances banner in Hooghly , হুগলিতে বিরোধী ইন্ডিয়া জোটের হোডিংয়ে দেখা যাচ্ছে মমতা-সনিয়া, রাহুল-অভিষেক, সেলিম-সুজন-অধীরের মুখ

এই হোডিং ঘিরেই যত বিতর্ক।

'ইন্ডিয়া' জোটের হোডিং ঘিরে চরম বিতর্ক। সেই হোডিংয়ে একসঙ্গে দেখা যাচ্ছে, মমতা-সনিয়া, রাহুল-অভিষেক এবং সেলিম-সুজন-অধীরের মুখ! সেখানে লেখা, 'ইনক্লাব জয় বাংলা' স্লোগান। হুগলির চাঁপদানী, ভদ্রেশ্বর, পোলবা এলাকার বহু জায়গায় এই ধরনের হোডিং পড়েছে। যা নিয়েই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

Advertisment

দিল্লির মসনদ থেকে বিজেপি উৎখাতে কোমর বাঁধেছে বিরোধী ২৮টি রাজনৈতিক দল। তৈরি হয়েছে 'ইন্ডিয়া' জোট। কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম সহ বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দলই এই জোটের শরিক। জাতীয়স্তরে জোট হলেও বিভিন্ন রাজ্যে এই জোট কীভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে চর্চা কম নয়। এদিকে প্রাদেশিক রাজনীতির সমীকরণের জেরে বাংলায় 'ইন্ডিয়া' জোট নিয়ে বিতর্ক রয়েছে। পঞ্জাব, দিল্লি, কেরলেও একই অবস্থা। পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব কংগ্রেস ও সিপিআইএম রাজ্য নেতৃত্ব, তখন জাতীয়স্তরে 'ইন্ডিয়া' জোটে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে ওইসব দলের ভিতর থেকে। সিপিআইএম স্পষ্ট জানিয়েছে, সর্বভারতীয়স্তরে তৃণমূলের সঙ্গে এক শিবিরে থাকলেও বাংলায় তৃণমূলের বিরুদ্ধে দলের লড়াই চলবে। একই অবস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরীরও। যদিও কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা এ নিয়ে কিছু খোলসা করেননি। ফলে কৌস্তভ বাগচির মত কংগ্রেস নেতারা এ নিয়ে সোচ্চার।

এই প্রেক্ষাপটে 'ইন্ডিয়া' জোটের হোডিংয়ে একসঙ্গে মমতা-সনিয়া, রাহুল-অভিষেক এবং সেলিম-সুজন-অধীরের মুখ ঘিরে নানা জল্পনা। কিন্তু কারা লাগিয়েছে ওই হোডিং? এর উত্তর জোটের শরিক কোনও দলের জেলা নেতার কাছেই নেই। বিষয়টি নিয়ে ওই হোডিংয়েও কোনও উল্লেখ নেই।

এই হোডিং প্রসঙ্গে সিপিআইএম জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষের কথায়, 'পোস্টার বা ব্যানারের তলায় কি কারোর নাম আছে? যখন অজানা কেউ এই ধরণের কিছু ছাপিয়ে শহরে টাঙায় তাহলে তাকে গুরুত্ব দিয়ে লাভ নেই। আর এরকম কিছু আমার চোখেও পড়েনি। তাই এই বিষয় নিয়ে কিছু বলবো না।' তাঁর কটাক্ষ, 'যারা এসব ছাপিয়েছে তারা মোদীর ছবিটাও ওই ব্যানার বা ফ্লেক্সে দিতে পারতো তাহলে তা ষোল কলা পূর্ন হত।'

হুগলির প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষের কথায়, 'এখনও এই জোটের অনেক পথ চলা বাকি। এখনও অনেক কিছু হবে। সবই প্রাথমিক পর্যায়। তাই এখনও সময় হয়নি এই জোট নিয়ে আলোচনার। ব্যানার পোস্টার ছাপানো তো দূরের ব্যাপার।'

তৃণমূলের হুগলি জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলছেন, 'এটা কারা লিখেছে, সেটা আমাদের জানা নেই। ইন্ডিয়া জোট শক্তিশালী হোক, এটা আমরা সবাই চাই। বিজেপিকে আটকাতে হলে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে। তবে এই পোস্টার বা ব্যানার কারা লাগাচ্ছে, সেটা আমাদের জানা নেই।'

যারপরনাই এই অবস্থা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিজেপি। জেলা বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহর দাবি, 'নীতি, আদর্শ চ্যূত জোটের এই অবস্থা মানুষ দেখুক। আমরা এতে চিন্তিত নই। এই লড়াই বিরোধী জোটের অভ্যন্তরীণ লড়াই। সহজেই বোঝা যায় এরা ক্ষমতায় এলে কি করতে পারে।'

আরও পড়ুন- মমতা ঘনিষ্ঠ তারকা বিধায়ক গেলেন বাড়িতে, সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ প্রাক্তন সাংসদ কি তৃণমূলে?

আরও পড়ুন- ‘ঘেন্না ধরে গিয়েছে, আর নয়!’, নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের প্রধান কারিগরই বিজেপি ছাড়ছেন

tmc CONGRESS rahul gandhi Mamata Banerjee abhishek banerjee sujan chakraborty adhir choudhury sonia gandhi CPIM Hooghly Mohammed Salim opposition india alliance
Advertisment