Boom Fact Check: সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জগদ্দলে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি তুলে দেন মোদীর হাতে। সোশ্যাল মিডিয়ায় একটি এডিটেড ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, বাংলার সংস্কৃতির অপমান করার জন্য পবন সিং সভায় মোদীর হাতে উল্টো ছবি তুলে দিয়েছেন। এটির সত্যানুসন্ধান করেছে Boomlive.in এবং আমাদের কাছে এসেছে শক্তি কালেক্টিভের অংশ হিসাবে।
ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি তুলে দেন মোদীর হাতে।
Boom Fact Check: সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জগদ্দলে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি তুলে দেন মোদীর হাতে। সোশ্যাল মিডিয়ায় একটি এডিটেড ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, বাংলার সংস্কৃতির অপমান করার জন্য পবন সিং সভায় মোদীর হাতে উল্টো ছবি তুলে দিয়েছেন। এটির সত্যানুসন্ধান করেছে Boomlive.in এবং আমাদের কাছে এসেছে শক্তি কালেক্টিভের অংশ হিসাবে।
Advertisment
Boomlive.in যাচাই করে দেখেছে ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাক্রম অসম্পূর্ণ। প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথের ছবিটি ভুল করে উল্টো ভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলেও তারপরই ছবিটি সোজা করে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর সোজা সেই প্রতিকৃতি হাতে নিয়ে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের আগে গত ১২ মে প্রধানমন্ত্রী রাজ্যে বিজেপির হয়ে প্রচারে আসেন। সেদিন জনসভা থেকে বিশ্বকবির ছবি নিয়ে এমন ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার প্রতি বিজেপপির সম্মান নিয়ে প্রশ্ন তোলে শাসকদল তৃণমূল কংগ্রেস। ১০ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় জনসভার মঞ্চে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিচ্ছেন। মঞ্চের উপর প্রধানমন্ত্রীর পাশে সুকান্ত মজুমদার ও অর্জুন সিংহের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
সেই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার রাজ্যের সেচ-জলপথ পরিবহণ মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী ক্যাপশনে লেখেন, "আজ মোদিজির হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, বাংলার ঋষি-মনীষীদের সম্মান দিতে জানে না, তারা কীভাবে বাংলা দখলের কথা বলে!! বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আজ রবিঠাকুরকে উল্টে দেওয়ার এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই।"
Advertisment
Boomlive.in যাচাই করে দেখেছে ভাইরাল ভিডিও থেকে আসল ঘটনাক্রম বাদ দেওয়া হয়েছে। বিজেপির অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে সেদিনের মোদীর সভার ভিডিও দেখে জানা যায়, ২.৪০ মিনিট অংশ থেকে পবন সিং মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো প্রতিকৃতি তুলে দেন। তবে কিছুক্ষণ পরে বিষয়টা নজরে আসতেই মঞ্চে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছবিটি সোজা করতে বলেন। পবন সিং মোদীর হাতে থাকে ছবিটি সোজা করে ধরেন তারপর।
এটির সত্যানুসন্ধান করেছে Boomlive.in এবং আমাদের কাছে এসেছে শক্তি কালেক্টিভের অংশ হিসাবে।