Advertisment

Fact Check: সিপিএমের প্রতিবাদ মঞ্চে 'শ্রী রাম জয় রাম' গাইছেন কর্মীরা? ভাইরাল ভিডিওর সত্যিটা কী?

Fact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিপিআইএমের সদস্যরা একটি দলীয় কর্মসূচির সময় "শ্রী রাম জয় রাম" দিয়ে শুরু করে একটি ভজন (ভক্তিমূলক গান) গাইছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
CPIM Fact check

সিপিআইএমের সদস্যরা একটি দলীয় কর্মসূচির সময় "শ্রী রাম জয় রাম" দিয়ে শুরু করে একটি ভজন (ভক্তিমূলক গান) গাইছেন।

Fact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও (এখানে, এখানে এবং এখানে) সিপিআইএমের সদস্যরা একটি দলীয় কর্মসূচির সময় "শ্রী রাম জয় রাম" দিয়ে শুরু করে একটি ভজন (ভক্তিমূলক গান) গাইছেন। ভিডিওটিতে দেখানো হয়েছে যে ব্যক্তিরা বাদ্যযন্ত্রের সঙ্গে দলের পতাকা এবং পোস্টারে সজ্জিত একটি মঞ্চে গানটি পরিবেশন করছেন। প্রতিবেদনে ভিডিওটির নেপথ্যের সত্য যাচাই করা হয়েছে।

Advertisment
CPIM Fact Check
আর্কাইভ ভিডিও রয়েছে এখানে

ভাইরাল ভিডিও থেকে কি-ফ্রেমগুলির একটি রিভার্স ইমেজ সার্চ করে আমাদের একই ভিডিও সমন্বিত ১৯ নভেম্বর, ২০২৪ তারিখের একটি X পোস্ট (আর্কাইভ) এ নিয়ে যায়। পোস্টে, মঞ্চে থাকা ব্যক্তিদের পুরনো হিন্দি ছবির গান "নীল গগন পর উড়তে বাদল" গাইতে শোনা যায়, যা মূলত গেয়েছিলেন মহম্মদ রফি এবং আশা ভোঁসলে। ক্যাপশনে লেখা: “তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কর্মচারীরা। এদিকে, তারা @CPIM_WESTBENGAL 24×7 এর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছে।”

X পোস্ট থেকে সূত্র ধরে, আমরা প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করেছি এবং ১৯ নভেম্বরের CPIM পশ্চিমবঙ্গ ফেসবুক গ্রুপে একই ভিডিও (আর্কাইভ) পেয়েছি। পোস্টটিতে এলাকা দেখানো হয়েছে তেখালি বাজার, নন্দীগ্রাম ব্লক ১, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। নারী নির্যাতন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং আবাস দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সময় এই ভিডিও তোলা হয়।

CPIM Fact Check

আমরা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তেখালি বাজার, নন্দীগ্রাম ব্লক ১-এ প্রতিবাদ কর্মসূচি থেকে  সিপিআই(এম) সদস্য পরিতোষ পট্টনায়কের ফেসবুক হ্যান্ডেলে একই ভিডিও এবং ছবি পেয়েছি ১৪ নভেম্বরে।

CPIM Fact Check

মোট কথা, সিপিআই(এম) পশ্চিমবঙ্গের সদস্যদের মঞ্চে একটি ভক্তিমূলক গান গাইছেন এমন একটি ভিডিওটি এডিট করা হয়েছে।

[এই ছবিটির সত্যতা যাচাই করেছে factly.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ]

tmc CPIM West Bengal Viral Video West Bengal News
Advertisment