Advertisment

Fake Certificate Racket: আরও এক বিরাট দুর্নীতি বাংলায়, হোমগার্ড এবং তৃণমূল নেতা জামাইবাবুর পর্দাফাঁস

পাড়ায় সমাধান প্রকল্পে পর্দা ফাঁস হল বিডিওর কাছে। পুলিশের জালে তিন প্রতারক।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Fake Certificate Racket, West Bengal

বিশেষ ভাবে সক্ষমদের শংসাপত্র নিয়ে জালচক্রের পর্দা ফাঁস। ছবি- মধুমিতা দে

Fake Certificate Scam in Bengal: বিশেষ ভাবে সক্ষমদের শংসাপত্র নিয়ে জালচক্রের পর্দা ফাঁস। পাড়ায় সমাধান প্রকল্পে পর্দা ফাঁস হল বিডিওর কাছে। পুলিশের জালে তিন প্রতারক। তাঁদের মধ্যে রয়েছেন পুলিশেরই এক হোমগার্ড এবং তাঁর জামাইবাবু যিনি তৃণমূল কর্মী (TMC)।

Advertisment

দীর্ঘ এক বছর ধরে এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন প্রতারকরা। হাজার হাজার টাকার বিনিময়ে বহু মানুষকে দিয়েছেন জাল শংসাপত্র। সমগ্র ঘটনা সামনে আসতেই শোরগোল এলাকায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর শালদহ গ্রামে পাড়ায় সমাধান প্রকল্পে এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) সৌমেন মণ্ডল।

এলাকা সূত্রে জানা গেছে সোমবার ওই প্রকল্পে উপভোক্তারা তাদের সমস্যা নিয়ে এসেছিল। সেই সময় বিশেষ ভাবে সক্ষম কিছু উপভোক্তা ভাতার আবেদনের জন্য শংসাপত্র জমা দেন। সেই শংসাপত্র দেখেই সন্দেহ হয় বিডিওর। তারপর খতিয়ে দেখেই জানা যায় সেই শংসাপত্র গুলি জাল। তারপরেই সামনে আসে ওই চক্রের কুকীর্তি। জানা যায় এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পারো গ্রামের নুর আলম যিনি মালদা পুলিশ লাইনে হোমগার্ড পদে কর্মরত। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল কর্মী তার জামাইবাবু নাজিমুল হক এবং মামুন আলি নামে এক ছাপাখানা ব্যবসায়ী।

Fake Certificate Racket in Bengal
হাজার হাজার টাকার বিনিময়ে বহু মানুষকে দিয়েছেন জাল শংসাপত্র। ছবি-মধুমিতা দে

তৃণমূল কর্মী নাজমুল হককে এলাকার মানুষ আটক করে। তারপরেই তাঁকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর নুর আলম এবং মামুন আলিকেও গ্রেফতার করা হয়। এলাকা সূত্রে জানা গেছে, রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত, তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত, বরুই গ্রাম পঞ্চায়েত-সহ আশেপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘ এক বছর ধরে এই জাল চক্র চলছিল। হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছেন এঁদের কাছে।

আরও পড়ুন Shahjahan Sheikh: ২০ দিন পর সন্দেশখালিতে ইডি, তালা ভেঙে শাহজাহানের বাড়িতে জোর তল্লাশি

এমনকি বিশেষ ভাবে সক্ষম নয় কিন্তু ভাতা পাওয়ার লোভ দেখিয়ে মোটা টাকার বিনিময়ে অনেককে জাল শংসাপত্র দিয়েছেন। কারওর কাছে নিয়েছেন ৩ হাজার আবার কারওর কাছে ৮ থেকে ১০ হাজার। মঙ্গলবার ধৃত ৩ অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ তৃণমূল যে রাজ্যজুড়ে প্রতারণা চক্র চালাচ্ছে তা এখানে প্রমাণিত। যদিও তৃণমূলের পাল্টা দাবি, প্রশাসন এখানে যথেষ্ট সক্রিয় তাই এই চক্রের পর্দা ফাঁস হয়েছে।

tmc West Bengal West Bengal Police
Advertisment