এই ঘটনা চাউর হতেই গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
চাঁদ আজ মুঠোয়! তবে এখনও অন্ধ বিশ্বাস থেকে মুক্ত হতে পারেননি এসমাজেরই একটি বড় অংশের মানুষজন। খাস বাংলায় ফের একবার অন্ধ বিশ্বাসের ছবি ধরা পড়ল। চন্দ্রযান-৩-এর সফলভাবে চাঁদের মাটি ছোঁয়ার দিনেই সুন্দরবনে মনসামঙ্গল কাব্যের ছায়া।
Advertisment
কাকদ্বীপের প্রসাদপুরে গত মঙ্গলবার সাপের কামড়ে মৃত্যু হয় আড়াই বছরের এক শিশুর। বাড়িতে সাপে কামড়ানোর পর অসুস্থ শিশুটিকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। যদিও কিছুক্ষণ চিকিৎসার পরেই তার মৃত্যু হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এরপরেই অন্ধ বিশ্বাসের উপর ভর করে শিশুটিকে ফিরে পাওয়ার অপার বাসনায় বুক বাঁধতে থাকেন পরিবারের সদস্যরা।
খবর মিলতেই নড়েচড়ে বসে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশও। বুধবার বিকেলে নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ দেহের ময়নাতদন্ত না করে কেন পরিবারের হাতে তুলে দিল? এই প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।