Advertisment

YouTube: ভাবতেই পারবেন না! এমনই কাণ্ড ঘটিয়েছে YouTube, পুরোটা জানলে তাজ্জব হতেই হয়!

YouTube: অভাবনীয় ব্যাপার। সোশ্যাল মিডিয়া ইউটিউবের দৌলতে এযেন সাক্ষাৎ অসাধ্য সাধন হল। তবে এক্ষেত্রে আগাগোড়া একদল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দুরন্ত প্রয়াসের তারিফ করতেই হয়। দারুণ এই কাণ্ডে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। অভূতপূর্ব এই প্রচেষ্টার খবর ছড়িয়ে পড়তেই প্রশংসার ঢল নেমেছে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
family found the missing woman undergoing treatment after watching a video on YouTube

YouTube: ইউটিউবের জন্যই দুরন্ত এই সাফল্য।

YouTube: এমন কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার (Social Media) এমন ভূমিকা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোরদার আলোচনা। প্রযুক্তির এই উপর্যুপরি ব্যাবহারের পজিটিভ দিকও যে বহু আছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তা বলতে শুরু করেছেন অতি বড় 'নিন্দুকেরাও'।

Advertisment

গত ২১ ফেব্রুয়ারি থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা। You Tube-এ ওই মহিলার বক্তব্য-সহ ভিডিও দেখে হাসপাতালের হদিশ পায় মহিলার পরিবার। তারপর তাঁরা চলে আসেন হাসপাতালে। রবিবার সম্পূর্ণ সুস্থ করে তাঁকে পরিবারের হাতে তুলে দিল হাসপাতাল কতৃপক্ষ। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে (Jharkhand)।

publive-image
বারুইপুর হাসপাতালে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সেই মহিলা ও তাঁর পরিবার।

এদিন, বাড়ি ফেরার জন্য অ্যাম্বুল্যান্স করে হাওড়া স্টেশনে (Howrah Station) তাঁকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয় হাসপাতালের পক্ষ থেকে। ১ মাস পর বাড়ি ফিরতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত ওই মহিলা। নতুন জীবন পেয়ে হাসপাতালের চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবার।

আরও পড়ুন- Eastern Railway: বাংলার প্রাচীন শহরের ভোলই বদলে দিল রেল! রঙের স্পর্শে সোনালী ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি!

হাসপাতাল সুত্রে খবর, গত ২১ ফেব্রুয়ারি ওই মহিলাকে কয়েকজন ব্যক্তি হাসপাতালের বেডে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তখন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন তিনি। মহিলার বাম হাতে আঘাতের চিহ্ন ছিল। ঘা দগদগ করছিল। এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসকরা দেরি না করে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। এরপর সুপারের পরামর্শে শল্য বিভাগের চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচার করেন। বিশেষ টিম গঠন করে চিকিৎসার নজরদারি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা।

আরও পড়ুন- Success Story: তাবড় রাজ্যকে টেক্কা, গগনচুম্বী দুরন্ত সাফল্যের শিখর স্পর্শ! দুর্ধর্ষ দক্ষতায় ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার শিক্ষক!

এদিন তাঁর ভাই মাইকেল মুর্মু বলেন, "দিদিকে এভাবে ফিরে পাব ভাবিনি। হাসপাতালের কেউ You Tube-এ দিদির বক্তব্য-সহ অবস্থার কথা পোস্ট করে। সেই ভিডিও আমরা দেখে জানতে পারি দিদি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এমনকী তাতে হাসপাতালের ফোন নম্বরও দেওয়া ছিল। তারপরেই আমরা হাসপাতালে যোগাযোগ করে চলে আসি।" তিনি আরও বলেন, "দিদি কাজের জন্য প্রায় কলকাতায় আসত। সেইভাবেই ৩ ফেব্রুয়ারি কলকাতায় এসেছিল। তারপর থেকে দিদির খোঁজ করে কোনও হদিশ পায়নি।"

আরও পড়ুন- Success Story: ইস্পাতকঠিন সংকল্পে অকল্পনীয় তৎপরতা! যুবকের দুরন্ত প্রশিক্ষণেই সোনার ছেলে-সোনার মেয়ে পেল বাংলা!

West Bengal Baruipur jharkhand South 24 Pgs YouTube
Advertisment