Advertisment

রাস্তার কুকুরের উপর অবর্ণনীয় অত্যাচার, অবলা জীবের করুণ দশা চোখে জল আনবে!

পৈশাচিক এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
family was attacked while protesting the cruelty against street dogs

ঘটনার প্রতিবাদ করতে গেলে একটি পরিবারের উপর হামলা হয়। থানায় অভিযোগ দায়ের হয়েছে।

চূড়ান্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করেছিল একটি পরিবার। ফলস্বরূপ তাঁদেরই উপর চড়াও মত্ত যুবকের দল। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বাড়ির ছেলের। আক্রান্তদের বাঁচাতে গিয়ে হামলার শিকার প্রতিবেশীরাও। থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। একটি অবলা জীবের এমন উপর অবর্ণনীয় অত্যাচারের প্রতিবাদ করেছিল পরিবারটি, তারই জেরে এই হামলা।

Advertisment

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নড়িদানা এলাকার। রাস্তার একটি কুকুরকে লোহার শিক দিয়ে বেধড়ক মারধরে অভিযোগ এলাকারই একদল যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন ওই এলাকারই বাসিন্দা কার্তিক মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা। এই পরিবারটি এলাকার বেশ কিছু কুকুরকে রোজ খাবার দিতেন এবং তাঁদের দেখভাল করতেন।

তাঁদের চোখের সামনেই একটি কুকুরের পায়ে লোহার শিক দিয়ে মারতে শুরু করে একদল যুবক। মর্মান্তিক এই ঘটনা দেখে স্থির থাকতে পারনেনি কার্তিক মণ্ডল। তিনি সঙ্গে সঙ্গে ঘটনার প্রতিবাদ করেন। তাঁর পরিবারের সদস্যরাও পৈশাচিক সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন। তবে পশুপ্রেমী পরিবারটির প্রতিবাদে ক্ষোভ বাড়ে এলাকার ওই যুবকদের।

আরও পড়ুন- আবহাওয়ায় বিরাট বদল আসতে চলেছে! আজ তারই আঁচ কলকাতাতেও?

অভিযোগ, এরপরেই এলাকার ২৫-৩০ যুবক চড়াও হয় কার্তিক মণ্ডলের বাড়িতে। তাঁদের বেশ কয়েকজন মত্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। কার্তিক মণ্ডলের বাড়িতে ঢুকে প্রথমে গালিগালাজ ও পরে তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। বেধড়ক মারে কার্তিক মণ্ডলের ছেলে অভিষেকের মাথা ফেটে গিয়েছে।

এদিকে, আক্রান্ত পরিবারটিকে বাঁচাতে ছুটে যান প্রতিবেশীরা। তাঁদের উপরেও চলে হামলা। পরে বারুইপুর থানায় এই হামলা নিয়ে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত যুবকরা পলাতক।

police West Bengal Street dogs Attacked
Advertisment