Durgapur News: হাড়হিম ঘটনা দুর্গাপুরে! বাবা-ছেলের মৃত্যু ঘিরে ছড়াল চূড়ান্ত চাঞ্চল্য

ন'মাসের সন্তানকে মাটিতে আছড়ে মারে বাবা কালু রুইদাস।

ন'মাসের সন্তানকে মাটিতে আছড়ে মারে বাবা কালু রুইদাস।

author-image
IE Bangla Web Desk
New Update
father killed his own child

সাংসারিক অশান্তিতে কোলের সন্তানকে আছাড়, আত্মঘাতী বাবাও

Durgapur News: অমানবিক ঘটনার সাক্ষী রইলো দুর্গাপুরবাসী। স্বামী-স্ত্রীর সাংসারিক অশান্তি, রাগ সামলাতে না পেরে নিজের সদ্যজাত সন্তানকে বাড়িতেই মাটিতে আছাড় দিলে মারলো বাবা। সন্তানের শোক সামলাতে না পেরে আত্মঘাতী বাবাও।

Advertisment

বাবা মায়ের অশান্তির বলি এক রতি শিশু!, সন্তানের শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হন বাবাও। ঘটনাস্থল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা গ্রামের রুইদাসপাড়া এলাকা।

আজ সকালে স্বামী স্ত্রীর অশান্তি চলছিল, আর সাংসারিক এই অশান্তি চলার সময় রাগে নিজের ন'মাসের সন্তানকে মাটিতে আছড়ে মারে বাবা কালু রুইদাস। আশঙ্কা জনক অবস্থায় সদ্যজাতকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অনত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু অনত্র নিয়ে যাওয়ার পথে শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করলে ফোন করা হয় কোকওভেন থানার পুলিশকে, পুলিশের গাড়িতেই ফের ঐ সদ্যঃজাত পুত্র সন্তানকে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই নিয়ে আসা হয়, সেখানেই মৃত্যু হয় তার।

Advertisment

আরও পড়ুন - < WB By Election Result Highlights: মারকাটারি জয়ে ‘আত্মবিশ্বাসী’ তৃণমূল, ২৬-এ মুখ্যমন্ত্রী কে? জানিয়ে দিলেন পার্থ! >

এদিকে সন্তানের শোক সামলাতে না পেরে সদ্যযাতর বাবা কালু রুইদাস বাড়ির সামনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। অমানবিক এই ঘটনার জেরে শোকের ছায়া দুর্গাপুরে। খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে স্থানীয় ২৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার অংকিতা চৌধুরী, কোকওভেন থানার পুলিশও ছুটে আসে মহকুমা হাসপাতালে।

Murder Durgapur