Advertisment

Bangladesh Crisis: মূর্তি ভাঙার পর টাকা থেকেও কি সরবেন বঙ্গবন্ধু? দুশ্চিন্তায় ভারতের মুদ্রা কারবারিরা

Bangladesh Crisis News: বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর রীতিমতো মূর্তি ঘিরে উদ্দাম নৃত্য করেছে উন্মত্ত জনতা। ধানমন্ডির সংগ্রহশালা পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের টাকাতে রয়েছে বঙ্গবন্ধুর ছবি। এবার বাংলাদেশের টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নোট বদলকারী কারবারিরা। ভারতের পেট্রোপোল সীমান্তের মানি এক্সচেঞ্জের ব্যবসায়ীরা বাংলাদেশের টাকা হোল্ড করতে ভয় পাচ্ছেন। কেন এই ভয় তার কারণও জানিয়েছেন তাঁরা।

author-image
Joyprakash Das
New Update
Sheikh Mujibur Rahman, Bangladesh Crisis News

এবার বাংলাদেশের টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নোট বদলকারী কারবারিরা।

Bangladesh Crisis News: বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর রীতিমতো মূর্তি ঘিরে উদ্দাম নৃত্য করেছে উন্মত্ত জনতা। ধানমন্ডির সংগ্রহশালা পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের টাকাতে রয়েছে বঙ্গবন্ধুর ছবি। এবার বাংলাদেশের টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নোট বদলকারী কারবারিরা। ভারতের পেট্রোপোল সীমান্তের মানি এক্সচেঞ্জের ব্যবসায়ীরা বাংলাদেশের টাকা হোল্ড করতে ভয় পাচ্ছেন। কেন এই ভয় তার কারণও জানিয়েছেন তাঁরা।

Advertisment

ভারত-বাংলাদেশ পেট্রোপোল সীমান্তে ১০০-এর উপর লাইসেন্সধারী মানি এক্সচেঞ্জের কারবারি রয়েছেন। স্বাভাবিক সময়ে হাজার হাজার বাংলাদেশি চিকিৎসা, বেড়ানো, শিক্ষা নানা কারণে এদেশে আসেন। প্রতিদিন এদের মোটা টাকার কারবার চলে। কিন্তু জুলাই মাসের শেষ দিক থেকে এই কারবারে ভাঁটা পড়ে। চলতি সপ্তাহে তো প্রায় মাছি মারার অবস্থা। বাংলাদেশে অশান্তির জেরে এদেশ থেকে বাংলাদেশে যাতায়াতের সংখ্যা কমে গিয়েছে। যাঁরা এখানে এসেছিলেন তাঁরা ফিরে যাচ্ছেন। নতুন করে এদেশ থেকে বাংলাদেশে যাওয়া বন্ধ আছে। কোনও কাউন্টারেই তেমন লোক আসছে না। কিন্তু বাংলাদেশে সরকার বদল হতে নতুন আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে এই ব্যবসায়ীদের।

এখানকার এক কর্মী বছর তিরিশের অচিন্ত্য মণ্ডলের সঙ্গে কথা হচ্ছিল। তাঁর কাউন্টারে এদিন সকাল থেকে কেউ আসেননি টাকা বদল করতে। অচিন্ত্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "সাধারণত এখানকার ৭০ টাকায় বাংলাদেশের ১০০ টাকা দেওয়া হয়। আমরা বাংলাদেশের টাকার স্টক কমিয়ে দিচ্ছি। বলা যায় না মুজিবুর রহমানের ছবির টাকা আবার বদল করে দেবে না তো?" একই সঙ্গে তাঁর বক্তব্য, "মূর্তি ভাঙলেও টাকা মনে হয় না সহজে বদল করে দেবে। অন্য টাকা চালু করলেও এটা হয় তো থেকে যাবে। যাই হোক আতঙ্কের জেরে বাংলাদেশের টাকা হোল্ড করা আপাতত কমিয়ে দিয়েছি।"

আরও পড়ুন Bangladesh Crisis: পুড়ছে বাড়িঘর, লুঠ-খুন-ধর্ষণ, ভয়াবহ অবস্থা বাংলাদেশে, প্রাণভয়ে ভারতে বহু মানুষ

এখানকার কমবেশি মানি এক্সচেঞ্জের সমস্ত কারবারির ব্যবসা শিকেয় উঠেছে। সীমান্তে এতটাই লোক কম যাতায়াত করছে সারা দিন তেমন কোনও কাজ নেই তাঁদের। আরেক কারবারি অঞ্জন বৈদ্য বলেন, "প্রতিদিন স্বাভাবিক সময়ে কমবেশি ৫-৬ হাজার লোক এই সীমান্ত দিয়ে যাতায়াত করে। রোজগার ভালই হত। কিন্তু বাংলাদেশের গন্ডগোলের জেরে ব্যবসা চৌপাট। আজ একটা মাত্র কাস্টমার এসেছিলেন। বাংলাদেশের নোট রাখতে টেনশন তো হচ্ছেই। নোটবদল হলে তো বিরাট ক্ষতি হয়ে যাবে।"

আরও পড়ুন Bangladesh Unrest: ‘খুন, লুঠ-আগুন, জানি না কী হবে!’ আতঙ্ক সঙ্গী করেই বাংলাদেশে ফিরলেন রাধারানী দেবী, পরিমল ঘোষরা

শেখ মুজিবুরের মূর্তি ভেঙে উল্লাস করলেও এখনও পর্যন্ত তাঁর ছবি সম্বলিত নোট বাতিলের দাবির কথা শোনা যায়নি। তা সত্বেও সীমান্তের মানি এক্সচেঞ্জের কারবারিদের মনে আতঙ্ক থেকে গিয়েছে। তাঁদের প্রশ্ন, "নয়া সরকার কি মুজিবের নোটই বজায় রাখবে?"

Sheikh Mujibur Rahman Sheikh Hasina Bangladesh Quota Protest
Advertisment