/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Royal-Bengal-Tiger.jpg)
Sundarban: সুন্দরবনের জঙ্গলে বাঘ।
Fear of tigers in Maipit: ফের বাঘের আতঙ্ক। আবারও লোকালয়ে বাঘ ঢুকে পড়েছে বলে জেরা গুঞ্জন দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে। গতরাতে চোখের পাতা এক করতে পারেননি এলাকার বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় ছুটে আসেন পুলিশ ও বনকর্মীরা। এলাকাবাসীকে সতর্ক করতে তড়িঘড়ি শুরু হয় মাইকিং। তবে তাতেও আতঙ্ক পিছু ছাড়ছে না। গ্রামেই দেখা গিয়েছে মস্ত বাঘের পায়ের ছাপ। তাতেই থরহরিকম্প দশা গাঁয়ের আট থেকে আশির।
আবারও কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক। সপ্তাহখানেক আগেও এই এলাকায় বাঘ ঢুকেছিল। বহু চেষ্টায় প্রকাণ্ড সেই বাঘকে ফের জঙ্গলে ফেরাতে সক্ষম হয়েছিলেন বনকর্মীরা। এবার দিন কয়েক কাটতে না কাটতেই ফের সেই আতঙ্ক। মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। শুধু তাই নয়, গতরাতে বাঘের তুমুল গর্জনও শুনেছেন এলাকার বাসিন্দারা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/tiger-2.jpg)
বাঘের পায়ের ছাপ এলাকায়।
আরও পড়ুন- Travel: দিঘা-পুরী কোন ছাড়! হৃদয় জুড়োতে কলকাতার কাছের অপরূপ এই সাগরতটের জুড়ি নেই
স্থানীয় বাসিন্দা পিন্টু মণ্ডলের কথায়, "গতরাতে বাঘের গর্জন শোনা গিয়েছে। বাঘের পায়ের ছাপও দেখা গিয়েছে এলাকায়। বনাধিকারিকরা ও মৈপীঠ থানার ওসি এসেছেন। এলাকার মানুষকে সতর্ক করা হচ্ছে। মাইকিং চলছে। এলাকার মানুষজনও সচেতন। বাঘ যাতে ফের জঙ্গলে ফেরত যায় তার ব্যবস্থা করছেন বনকর্মীরা। তবে এলাকার মানুষজন খুব আতঙ্কে আছেন। কয়েকদিন আগে এখানেই বাঘ বেড়িয়েছিল। পরে বনদফতরের তৎপরতায় বাঘ চলে যায়।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/tiger-3.jpg)
লাঠি হাতে গ্রাম পাহারা।
এদিকে, এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না বনদফতর। দফায়-দফায় মাইকিং চলছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। বনদফতরের সঙ্গেই সেই কাজে সহযোগিতা করছেন পুলিশকর্মীরা। কীভাবে বাঘকে খুঁজে বের করে ফের জঙ্গলে ফেরত পাঠানো যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।