Advertisment

Royal Bengal Tiger: একেবারে ঘরের উঠোনে প্রকাণ্ড বাঘ! দরজা এঁটে ভয়ে সিঁটিয়ে গোটা গ্রাম ! তারপর?

Fear of tigers in Maipit: বাঘ যে আবারও ঘরের দোরগোড়ায় চলে আসবে ভাবেননি ওঁরা। গভীর রাতে তুমুল গর্জনে গোটা গ্রাম যেন কাঁপছিল। সেই খবর পেয়েই এলাকায় ছুটে যান বনকর্মীরা। খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় পুলিশও। বনদফতর ও পুলিশ প্রশাসনের তরফে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। গ্রামের কেউ যাতে কোনওভাবে জঙ্গলের ধারে-কাছে না যান সেব্যাপারেও তাঁদের সতর্ক করার কাজ চলছে। একইসঙ্গে চলছে বাঘ তাড়ানোর কাজও। বাঘ যে এলাকায় হানা দিয়েছিল তা তার পায়ের ছাপ দেখেই স্পষ্ট হয়েছে। আর তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না বনদফতর। কীভাবে আবারও বাঘকে জঙ্গলে ফেরত পাঠানো যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Tourists saw a tiger while traveling in the Sundarbans

Sundarban: সুন্দরবনের জঙ্গলে বাঘ।

Fear of tigers in Maipit: ফের বাঘের আতঙ্ক। আবারও লোকালয়ে বাঘ ঢুকে পড়েছে বলে জেরা গুঞ্জন দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে। গতরাতে চোখের পাতা এক করতে পারেননি এলাকার বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় ছুটে আসেন পুলিশ ও বনকর্মীরা। এলাকাবাসীকে সতর্ক করতে তড়িঘড়ি শুরু হয় মাইকিং। তবে তাতেও আতঙ্ক পিছু ছাড়ছে না। গ্রামেই দেখা গিয়েছে মস্ত বাঘের পায়ের ছাপ। তাতেই থরহরিকম্প দশা গাঁয়ের আট থেকে আশির।

Advertisment

আবারও কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক। সপ্তাহখানেক আগেও এই এলাকায় বাঘ ঢুকেছিল। বহু চেষ্টায় প্রকাণ্ড সেই বাঘকে ফের জঙ্গলে ফেরাতে সক্ষম হয়েছিলেন বনকর্মীরা। এবার দিন কয়েক কাটতে না কাটতেই ফের সেই আতঙ্ক। মৈপীঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। শুধু তাই নয়, গতরাতে বাঘের তুমুল গর্জনও শুনেছেন এলাকার বাসিন্দারা।

publive-image

বাঘের পায়ের ছাপ এলাকায়।

আরও পড়ুন- Travel: দিঘা-পুরী কোন ছাড়! হৃদয় জুড়োতে কলকাতার কাছের অপরূপ এই সাগরতটের জুড়ি নেই

স্থানীয় বাসিন্দা পিন্টু মণ্ডলের কথায়, "গতরাতে বাঘের গর্জন শোনা গিয়েছে। বাঘের পায়ের ছাপও দেখা গিয়েছে এলাকায়। বনাধিকারিকরা ও মৈপীঠ থানার ওসি এসেছেন। এলাকার মানুষকে সতর্ক করা হচ্ছে। মাইকিং চলছে। এলাকার মানুষজনও সচেতন। বাঘ যাতে ফের জঙ্গলে ফেরত যায় তার ব্যবস্থা করছেন বনকর্মীরা। তবে এলাকার মানুষজন খুব আতঙ্কে আছেন। কয়েকদিন আগে এখানেই বাঘ বেড়িয়েছিল। পরে বনদফতরের তৎপরতায় বাঘ চলে যায়।"

publive-image

লাঠি হাতে গ্রাম পাহারা।

আরও পড়ুন- Nisith Pramanik in Supereme Court: মনে মনে সাংঘাতিক আশঙ্কা নিশীথের! সব কাজ ফেলে কেন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় মন্ত্রী?

এদিকে, এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না বনদফতর। দফায়-দফায় মাইকিং চলছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। বনদফতরের সঙ্গেই সেই কাজে সহযোগিতা করছেন পুলিশকর্মীরা। কীভাবে বাঘকে খুঁজে বের করে ফের জঙ্গলে ফেরত পাঠানো যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।

Royal Bengal Tiger Sundarban South 24 Pgs West Bengal Kultali Maipit
Advertisment