মালদহ এবং মুর্শিদাবাদে রামনবমীর (Ramnavami)শোভাযাত্রায় জঙ্গি হামলা হওয়ার সম্ভবনা রয়েছে। মালদা শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা বললেন ইংরেজবাজারের BJP বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
বিজেপি বিধায়কের অভিযোগ, মোথাবাড়িতে যেভাবে অশান্তি ছড়ানো হয়েছে। তেমন ভাবে স্লিপার সেলার এই নাশকতার ছক কষছে। আর এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশ প্রশাসনের নেই। তাই দেশের প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তাঁর আশঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছেন।
গেরুয়া দলের বিধায়কের আরবও দাবি , মালদা ও মুর্শিদাবাদ এলাকাতে এই স্লিপার সেল কাজ করছে। তাই এই নাশকতা রুখতে প্রয়োজন আধা সামরিক বাহিনী। তাঁর দাবী শান্তি বজায় রাখার জন্য রামনবমীর শোভাযাত্রাতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক।
এদিকে এদিন চাকরি বাতিল প্রসঙ্গে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন , চাকরি চুরির মাস্টারমাইন্ড মুখ্যমন্ত্রী। যোগ্য ও অযোগ্যদের মধ্যে পার্থক্য করতে পারে নি রাজ্য সরকার। তাই এই বিপর্যয়। চাকরিহারাদের আইনি পরামর্শের জন্য তিনি প্রস্তুত আছেন। দ্রুত একটি অ্যাপ লঞ্চ করবেন তিনি। তার মাধ্যমে চাকরি হারারা তার কাছে আবেদন করতে পারেন আইনি সহায়তার জন্য। এমনকি চাকরি হারাদের সুদে আসলে টাকা সব দিতে হবে মুখ্যমন্ত্রীকে।
এদিকে বিজেপি বিধায়কের জঙ্গি হামলার বিষয় নিয়ে তৃণমূলের রাজ্যের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন , ইংরেজবাজারের বিজেপি বিধায়ক জঙ্গি হামলার বিষয়টি কি করে জানলেন, সেটা বলতে পারব না। তবে ওনার তো আগে কেন্দ্রের বিজেপি সরকারকে জানানো উচিত ছিল। এতদিন সেটা করেন নি কেন। মলদার মানুষকে এভাবে ভাওতাবাজি দিয়ে, ভয় দেখিয়ে লাভ নেই। মানুষ অনেক স্ট্রং । এরকম বিভ্রান্তিকর মন্তব্যের ফাঁদে পা দিবে না সাধারণ মানুষ।