scorecardresearch

পুত্র সন্তান প্রসবের কয়েক ঘন্টা পরই মাধ্যমিকে বসলেন মা, হাসপাতালে বিশেষ আয়োজন

দেখেননি সদ্যজাতের মুখ, তার আগেই দিলেন পরীক্ষা।

few hours after giving birth of a son mother sat for madhyamik examination malda, পুত্র সন্তান প্রসবের কয়েক ঘন্টা পরই মালদা মেডিক্যালে মাধ্যমিকে বসলেন মা
পরীক্ষা দিচ্ছেন সিরিন বিবি।

পুত্র সন্তানের জন্ম দিলেন মাধ্যমিক পরীক্ষার্থী মা। সদ্যজাতের মুখ দেখার আগেই মালদা মেডিকেল কলেজের বেডে বসেই পরীক্ষা দিলেন প্রসূতি। মালদা মেডিকেল কলেজে মাধ্যমিক ওই পরীক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এমনকী ওই মাধ্যমিক পরীক্ষার্থী সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে পারছেন কিনা তারও তদারকি করেন মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঋঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার্থীর পাশেই পরীক্ষার সময় একটানা বসেছিলেন একজন চিকিৎসক, কর্তব্যরত নার্স। ছিলেন সিভিক ভলেন্টিয়ারও।

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগর থানার কুম্ভিরা গ্রামের বাসিন্দা সিরিন বিবি। বছর দেড়েক আগে গ্রামের সরিফ মিয়ার সঙ্গে বিয়ে হয় তাঁর। গত শনিবার মালদা মেডিক্যাল কলেজে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন সিরিন। বুধবার মধ্যরাতে পুত্র সন্তানের জন্ম দেন সিরিন সে। কিন্তু এই পরিস্থিতিতেও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মনোবল হারাননি সিরিন।

এদিকে চিকিৎসকদের নজরদারি ও নিরাপত্তার ঘেরাটোপে মালদা মেডিক্যালে পরীক্ষা দিয়েছে সিরিন বিবি। তবে শুধু সিরিন নয়, কোলের শিশুকে নিয়ে মাদ্রাসা পরীক্ষা দিচ্ছেন সাহারাবানু খাতুম। সে মানিকচকের বালুটোলার বাসিন্দা। যদিও সাহারাবানুর পুত্রসন্তান হয়েছে প্রায় চার মাস আগে। কিন্তু সম্প্রতি শারীরিক অবস্থা জটিল হয়ে যাওয়ায় তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। একই জায়গায় অন্য বেডে সিরিনের সঙ্গেই মাদ্রাসার পরীক্ষা দিচ্ছে সাহারাবানু।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Few hours after giving birth of a son mother sat for madhyamik examination malda