Advertisment

নেতা-উবাচ! কার নিশানায় কে? প্রচারে 'সুনামি' তুললেন কোন জন? রইল দিনের সেরা বাছাই!

Lok Sabha Election 2024: জমে উঠেছে লোকসভা নির্বাচনের লড়াই। ইতিমধ্যেই প্রথম দফার ভোট শেষ। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বাংলায় প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী সব পক্ষ। দিনভর সভা-সমাবেশে নেতারা একে অপরকে নানা ইস্যুতে তীক্ষ্ম আক্রমণ শানাচ্ছেন। দিনভরের এমনই কিছু টুকরো খবর নিয়ে রইল দিনের সেরা বাছাই।

author-image
IE Bangla Web Desk
New Update
Find out what the political leaders attacked another leaders of other party and what he said today

Lok Sabha Polls 2024: আজ দিনভর কোন নেতা কাকে কোন ইস্যুতে তুলোধনা করলেন? জানুন ঝটপট।

Lok Sabha Elections 2024: জমজমাট ভোটের লড়াই। আগামী শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভা ভোট। তার আগে তুলকালাম প্রচার শাসক-বিরোধী সব পক্ষের। দিনভর সভা-সমাবেশ, রোড শো এবং একে অপরকে জোর টিপ্পনি! নানা ইস্যুতে একে অন্যকে আক্রমণ। দিনভর কে কাকে বিঁধলেন? কার নিশানায় কোন নেতা? এসব নিয়েই রইল আজকের 'নেতা-উবাচ'!

Advertisment

প্রতিপক্ষ কীর্তিকে বিঁধলেন দিলীপ…

দিলীপের হুঙ্কার, 'কীর্তি আজাদ মনোনয়ন জমা দেওয়ার আগেই প্যাকিং হয়ে যাবে। তৃণমূল বুঝে গিয়েছে হারবে, তাই গন্ডগোল পাকাচ্ছে। কালু, মালু, হালু, হুলো, কারা এখানে গন্ডগোল পাকাচ্ছে, সব রিপোর্ট আমার কাছে আছে।'

দেবকে দেখেই জয় শ্রী রাম স্লোগান! পাল্টা তৃণমূলের তারকা প্রার্থী কী করলেন?

দেবের কথায়, 'দেব জানে সবটা কীভাবে সামলাতে হয়। সব কিছু রাগ, অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালবাসা দিয়েও হয়। সবার আগে উনি ভারতবাসী এবং আমরাই এই বিভাজনটা করে রেখেছি। হিন্দু-মুসলিম, বিজেপি, তৃণমূল— বড় বড় নেতা এই বিভাজন তৈরি করে। ভালবাসা দিয়ে সবটাই হয়। উনি ‘জয় শ্রীরাম’ বলছেন আমাকে দেখে, এটা ওঁর দোষ নয়।'

আরও পড়ুন- TMC VS CPIM: কী এমন ঘটল ডায়মন্ড হারবারে? অভিষেকের দলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ সিপিএমের!

ডায়মন্ড হারবারে দলের দেওয়াল লিখন মোছা নিয়ে CPIM প্রার্থী প্রতীকূর রহমান কী বললেন?

প্রতীকূরের অভিযোগ, "ডায়মন্ড হারবার বিধানসভা এলাকাতেই প্রায় অর্ধ শতাধিক নির্বাচনী প্রচারের দেওয়াল লিখন মুছে দিয়েছে। এর মানে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। আমাদের ঝান্ডা জ্বালিয়ে দিয়েছে। আমি যে ভাড়া গাড়ি করে প্রচার করছিলাম সেই গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়েছে। সে আর আমার গাড়ি চালাচ্ছে না। এখন বাইক, টোটো, অটোতে, ট্রেনে, বাসে ঘুরে প্রচার করছি। এটাই ডায়মন্ড হারবার মডেল! লোকসভার প্রার্থীকে আটকাচ্ছে, এখানকার কোনও খবর যাতে বাইরে না যায়।"

আরও পড়ুন- Amit Shah: ‘বাংলায় চাকরি পেতে ১০-১৫ লক্ষ টাকা ঘুষ’, চরম কটাক্ষে তৃণমূলকে তুলোধনা শাহের

বাংলায় চাকরি পেতে ১০-১৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয় বলে অভিযোগ অমিত শাহের…

শাহ এদিন বলেন, "গতকালই ২৬ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। ১০-১৫ লাখ চাকরি জন্য ঘুষ নিত। ওদের এক মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা নগদ মিলেছে। পার্থ চ্যাটার্জি এখনও জেলে। মমতা এখনও তাঁকে সাসপেন্ড করেননি।"

আরও পড়ুন- Darivit: ‘বিচার কবে পাব, সেটাই আসল কথা,’ ভোট এলেই চর্চায় ফেরে দাড়িভিট!

পাহাড়ে BJP প্রার্থীকে সমর্থন জানিয়ে কী বললেন কংগ্রেস নেতা বিনয় তামাং?

বিনয় তামাং বলেছেন, 'আমি দার্জিলিং আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমার আন্তরিক সমর্থন জানাই। রাজু বিস্তা জি দার্জিলিং পাহাড়, শিলগুড়ি তরাই এবং দুয়ারের মানুষের জন্য সাংবিধানিক নিরাপত্তা এবং ন্যায়বিচারের জন্য।'

আরও পড়ুন- Mamata Banerjee: ‘অভিষেককে খুন করতে গিয়েছিল’, নিশানায় কে? তপ্ত বাংলা আরও গরম করলেন মমতা!

অভিষেককে খুনের চেষ্টা হয়েছিল বলে দাবি করে কাকে নিশানা মমতার?

তিনি এদিন বলেন, "BJP-র এক গদ্দার বললেন বোমা ফাটাব। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয় তো মেরে দে। অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি, ধরে ফেলেছিলাম আমরা। তার বাড়ি পর্যন্ত রেইকি করেছে। ফেসটাইমে ফোন করেছে। আপকা সাথ বাত করনা চাহতা হু। সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায়, যাঁরা ওঁদের বিরুদ্ধে কথা বলে, তাঁদের মেরে দাও, জেলে ভরে দাও। তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দাও। মানুষের ভোটে জিতবেন যদি মনে করেন তাহলে এত ভয় দেখানোর কী দরকার ছিল।"

আরও পড়ুন- Darjeeling Politics: পাহাড়ে মহা-জোট! ভিডিও বার্তায় বিজেপির রাজু বিস্তাকে সমর্থনের ঘোষণা কংগ্রেস নেতার

tmc bjp CONGRESS CPIM West Bengal loksabha election 2024
Advertisment