/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/toha-siddiqui.jpg)
ত্বহা সিদ্দিকী
পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার মন্তব্য বিতর্কে হুলস্থূল অবস্থা। আঁচ পড়েছে বাংলায়। নারকেলডঙ্গা থানার পুলিশ নীপুরকে তলব করেছে। এসবের মধ্যেই বিতর্কিত মন্তব্যের অভিযোগে এবার এফআইআর দয়ের হল ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে।
শিবলিঙ্গ নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছেন ত্বহা সিদ্দিকী। সেই ভিডিও ভাইরাল হয়েছে। যাকে হাতিয়ার করেই উমেশ রাই নামক ব্যক্তি হাওড়ার গোলাবাড়ি থানায় ত্বহা সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ত্বহার বক্তব্য হিন্দু ভাবাবেগে ধাক্কা দিয়েছে ও সাম্প্রদায়িক উত্তেজনায় ঘি ঢালতে পারে বলে অভিযোগ তাঁর।
এফআইআরে উল্লেখ, ভাইরাল ভিডিওতে নাকি ত্বহা সিদ্দিকী বলেছেন- 'শিবের কতবড় লিঙ্গ যে সাডা় পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে।'
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/fir.jpg)
এমনিতেই বহিশ্কৃত বিজেপি নেত্রীর পয়গম্বর নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে হিংসায় জ্বলছে হাওড়া। ইন্টারনেট বন্ধ, জায়গায় জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা। উমেশ রাইয়ের দাবি ত্বহার শিবলিঙ্গ নিয়ে মন্তব্যের জেরে পরিস্থিতি আরও ঘোরাল হয়েছে। উত্তজনার আগুনে ঘি পড়েছে। এই অভিযোগেই ভারতীয় দণ্ডবিধি অনুসারে পীরজাদা ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে প্রশাসন উপুযুক্ত পদক্ষেপ করুক।