Advertisment

Sheikh Shahjahan: কোর্টের নির্দেশের পর আরও বিপাকে শাহজাহান, কী পদক্ষেপ পুলিশের?

Sandeshkhali Row: তৃণমূলের দাবি, শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর করেছিল। কিন্তু তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাতে মান্যতা দেয় আদালত। ফলে আদালতর নির্দেশে পুলিশের হাত-পা বাধা রয়েছে। তাই ধরা যাচ্ছে না শেখ শাহজাহানকে। কিন্তু, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছেন, শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC leader Sheikh Shahjahan, Sheikh Shahjahan Arrested, Sandeshkhali Case News

TMC leader Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহান গ্রেফতার।

Sandeshkhali Case: সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই। সোমবার জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই জানা গিয়েছে যে, সন্দেশখালি থানায় শাহজাহানের বিরুদ্ধে আরেকটি এফআইআরটি দায়ের করা হয়েছে। টাকা লুঠপাটের অভিযোগে এই এফআইআর বলে জানা গিয়েছে।

Advertisment

আরও পড়ুন- Sandeshkhali Case: রণক্ষেত্র সন্দেশখালি, অজিত-হলধরের পর এবার গ্রামবাসীদের রোষে তৃণমূল পঞ্চায়েত সদস্য, বাড়ি ভাঙচুর

ক্ষোভের আগুনে সন্দেশখালি। শাহজাহানবাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, সম্মানহানির বহু অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। সঙ্গে রয়েছে ভেড়ি, জমি-জমা দখল, মারধরের মত অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গৌর দাস নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। গৌর দাসের অভিয়োগ, তাঁর ৮০ হাজার টাকা লুট করেছেন সন্দেশখালির প্রতাপশালী তৃণমূল নেতা শেখ শাহজাহান।

আরও পড়ুন- Sheikh Shahjahan-Calcutta High Court: আর পালিয়ে ‘বাঁচতে’ পারবে না শেখ শাহজাহান, বিরাট নির্দেশ হাইকোর্টের

তৃণমূলের দাবি, শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশ এফআইআর করেছিল। কিন্তু তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাতে মান্যতা দেয় আদালত। ফলে আদালতর নির্দেশে পুলিশের হাত-পা বাধা রয়েছে। তাই ধরা যাচ্ছে না শেখ শাহজাহানকে। কিন্তু, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছেন, শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ। প্রদান বিচারপতি জানিয়ে দেন, ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি। শাহজাহানকে এই মামলায় যুক্ত করে নোটিস দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি।

sheikh shahjahan tmc FIR seikh shahjahan tmc Sandeshkhali
Advertisment