CPIM-Mohammed Salim: বিরাট বিপাকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। উত্তর দিনাজপুরের চোপড়া কাণ্ডের জেরে এবার তাঁর নামেই FIR দায়ের করেছে পুলিশ। নির্যাতিতা মহিলা মহম্মদ সেলিমের নামে পুলিশের কাছে অভিযোগ করেছেন। তবে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছে সিপিএম। জোর করে চাপ দিয়ে ওই মহিলাকে দিয়ে সেলিমের নামে FIR করানো হয়েছে বলে দাবি করেছে সিপিএম।
উত্তর দিনাজপুরের চোপড়ায় দিন কয়েক আগেই রাস্তায় ফেলে মারা হয়েছে এক মহিলাকে। সোশ্যাল মিডিয়ায় নক্কারজনক সেই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে কখনও রাস্তায় ফেলে কঞ্চি দিয়ে মারা হচ্ছে ওই মহিলাকে, কখনও তাঁর চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আবার কখনও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে মাটিতে। সেই সঙ্গে লাথি কিল, চড়ও বাদ যায়নি। এই ঘটনা যিনি ঘটিয়েছেন বর্তমানে তৃমূলের সেই যুব নেতা জেলবন্দি। চোপড়ার সেই তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে পুলিশ গ্রেফতার করেছে।
এবার এই চোপড়া কাণ্ডে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সেলিমের নামে নির্যাতিতা FIR দায়ের করেছেন। নির্যাতিতা তাঁর মার খাওয়ার ভিডিও ভাইরাল করার দায় চাপিয়েছেন মহাম্মদ সেলিমের ঘাড়ে। এতে তাঁর সম্মানহানি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
আরও পড়ুন- Mahua Moitra: গতবার বহিস্কৃত হয়েছিলেন, এবার সংসদে ফিরেই ফের একবার সাংঘাতিক বিপাকে তৃণমূলের মহুয়া!
উল্লেখ্য, চোপড়ার সেই ঘটনায় পরপরই রাজ্যে তৃণমূলী শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সেলিম। তবে নির্যাতিতা মহিলার দাবি, মহম্মদ সেলিম সেই ঘটনার প্রতিবাদ করায় উল্টে তাঁরই অসম্মান হয়েছে। তারই ভিত্তিতে তিনি থানায় FIR দায়ের করেছেন। যদিও সিপিএমের পাল্টা দাবি, তৃণমূলের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন চোপড়ার নির্যাতিতা। সেলিমের নামে FIR করতে তাঁকে বাধ্য করেছেন তৃণমূলের নেতারা।
আরও পড়ুন- Stay in Houseboat near Kolkata: কেরল-কাশ্মীর অতীত! কলকাতার নাকের ডগায় গঙ্গাবক্ষে হাউসবোটে রাত্রিবাস! নামমাত্র খরচে দুরন্ত বন্দোবস্ত