Soham Chakraborty: নিউটাউনের রেস্তোঁরা মালিককে হেনস্থার ঘটনায় এবার বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছে। সেই মতো এগোচ্ছে পুলিশি তদন্তও।
নিউটাউনের সাপুরজির কাছে একটি রেস্তোঁরার সামনে গাড়ি রাখা নিয়ে গন্ডগোলে জড়ান সোহম। কথা কাটাকাটিতে ওই রেস্তোঁরামালিককে সোহম চক্রবর্তী চড় মারেন, লাথি মারেন বলে অভিযোগ। যদিও পরে বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তে অভিনেতা ক্ষমা প্রার্থনা করেছিলেন।
উল্লেখ্য, নিউটনের সাপুরজির একটি রেস্তোঁরার মালিককে পরপর কয়েকটি চড় কষিয়েছেন সোহম চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন রেস্তোঁরা মালিক, এমনই অভিযোগ ছিল সোহমের। মেজাজ ঠিক রাখতে না পেরে তিনি তাঁকে চড় মেরেছেন বলে দাবি করেছিলেন সোহম। বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠতে পরে তিনি বলেন, "আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে খারাপ কথা বলছিল। আমার দেহরক্ষীদেরও কটূক্তি করেছে। মাথাটা ঠিক রাখতে পারিনি। তবে একজন জনপ্রতিনিধি হিসেবে এই কাজ আমার ঠিক হয়নি। আমি ক্ষমা চাইছি।"
আরও পড়ুন- Soham Chakraborty: ‘জনপ্রতিনিধি হিসেবে কাজটা ঠিক হয়নি’, দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহম
নিউটাউনের সাপুরজির একটি রেস্তোঁরার সামনে শুটিং করছিলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। ওই রেস্তোঁরার সামনেই তাঁর গাড়ি রাখা ছিল। রেস্তোঁরা মালিক তাঁকে সেই গাড়িটি সরাতে বলেন। এই বিষয়টি নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। বচসা বাড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান সোহম নিজে। তারপরে সেই রেস্তোঁরা মালিকের সঙ্গে তিনিও বচসায় জড়িয়ে পড়েন। এবার যার জল গড়াল থানা পর্যন্ত।