Advertisment

চাঁদনি চকে বহুতলে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা

ফের কলকাতা শহরে আগুন। চাঁদনি চকে একটি বহুতলে শনিবার সকালে আগুন লেগে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Engine of Up Radhikapur Express caught fire after collision with truck at Farakka

প্রতীকী ছবি।

ফের কলকাতা শহরে আগুন। চাঁদনি চকে একটি বহুতলে শনিবার সকালে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে এলাকায় ছুটে যায় দমকল, পুলিশ। বহুতলটির উপরে আবাসন ও নীচে কমপক্ষে ৩০টি ছোট-বড় দোকান। এলাকা খালি করতে মাইক প্রচার পুলিশের।

Advertisment

শনিবার সকালে হঠাৎই ব্যস্ত সময়ে চাঁদনি চকের ওই বহুতলটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই ওই বিল্ডিংয়ের উপরের একাংশে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যস্ত এলাকায়। বহুতলটির উপরের দিকে আবাসন রয়েছে এবং নীচের অংশে কমপক্ষে ৩০টি ছোট-বড় দোকান রয়েছে। আগুন লাগার পরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

চাঁদনি এলাকাটিতে বছরভর প্রচুর মানুষের ভিড় থাকে। শনিবার ব্যস্ত সময়ে ওই এলাকায় আগুন লেগে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি পুলিশ গিয়ে বহুতলটি ফাঁকা করে দিতে মাইকে প্রচার শুরু করে। বহুতলটির নীচের ব্যবসায়ীরা ততক্ষণে দোকানের শার্টার বন্ধ করে দিয়েছিলেন। তাঁদেরও সহযোগিতার আবেদন পুলিশের।

আরও পড়ুন- ভাইফোঁটা মিটলেই বিরাট বদল আবহাওয়ায়! আরও বাড়বে ঠান্ডা? নাকি নামবে বৃষ্টি?

এদিকে, ঘটনাস্থলে ছুটে আসে দমকল। দ্রুত মাস্ক পরে মই বেঁধে বহুতলটির উপরে উঠতে শুরু করেন দমকলকর্মীরা। আগুন নেভানোর চেষ্টা জারি রয়েছে। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্তও আগুন নেভেনি। কী থেকে আগুন লেগেছে তাও এখনও স্পষ্ট হয়নি।

kolkata news West Bengal fire
Advertisment