উৎসবের মরসুমে ফের অগ্নিকাণ্ডের সাক্ষী শহর কলকাতা। দীপাবলির পরের দিনই আগুন জ্বলল পোস্তায়। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পোস্তার শিবতলা লেনে কাপড়ের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন। তবে ভয়াবহ আকার নেওয়ার আগেই দমকল কর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ঠিক কোথা থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। পাশাপশি ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোনও তথ্য এখনও মেলেনি।
বাগরি মার্কেট, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পার্কস্ট্রিটের এপিজে হাউসের পর এবার ফের অগ্নিকান্ডের শিকার পোস্তা। এসবের জন্য কার্যত শহরের চরম অব্যবস্থাকেই দায়ি করছেন শহরবাসী। প্রসঙ্গত, কালীপুজোর আগের দিনই সকালে পার্ক স্ট্রিটের অন্যতম গুরুত্বপূর্ণ ভবন এপিজে হাউসের কোটাক মাহিন্দ্রা অফিসের সার্ভার রুমে আগুন লাগে, এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে। দমকলের ১২ টি ইঞ্জিনের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। দুর্গাপুজোর আগেও একইরকম ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফার্মেসি বিভাগে বিধ্বংসী আগুন লাগে এদিন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। সারাদিনের বিশৃঙ্খলতার মাঝে হার্টফেল করে মৃত্যুও হয় এক ব্যক্তির।
আরও পড়ুন: Fire in Kolkata Apeejay House Live Updates: নিভল পার্ক স্ট্রিটের এপিজে হাউসের আগুন
শুরুটা হয়েছিল বাগরি মার্কেট থেকে। দুর্গাপুজোর আগেই মার্কেটের ভিতরে আগুন লাগে, এবং প্রায় চারদিন জ্বলতে থাকে। শেষমেশ পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের অধিকাংশ। প্রচুর ক্ষতি হয় ব্যবসায়ীদের। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। সব মিলিয়ে এর আগে হওয়া একাধিক অগ্নিকান্ডের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি শহরবাসী। ক্ষয়ক্ষতি সামাল দিয়ে পুরনো ছন্দে তাঁরা ফেরেননি এখনও। একের পর এক অগ্নিকান্ডে আতঙ্ক গ্রাস করেছে শহর কলকাতাকে। প্রতিটা জায়গায় অগ্নিনির্বাপন ব্যবস্থা আদৌ সঠিক অবস্থায় রয়েছে কিনা তা নিয়ে উঠছে অবধারিত প্রশ্ন।