Acropolis Mall Fire: পার্কস্ট্রিট্রের পর ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। কসবার অ্যাক্রোপলিস শপিং মলে ভয়াবহ আগুন। মলের ভিতর থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে। ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন পৌঁছেছে। ঘটনার সময় ভিতরে ছিলেন বহু মানুষ। আগুন লাগার পরই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন মানুষজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে মলের ফুডকোর্ট থেকে আগুন মলে ছড়িয়ে পড়ে।
ফের একবার শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে কসবার অ্যাক্রোপলিস মলে। এই মুহূর্তে সকলকে মলের ভিতর থেকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। কীভাবে কসবার অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে মোতায়েন রয়েছে। ধোঁয়ায় ধোঁয়ায় চেয়ে গিয়েছে গোটা চত্ত্বর।
আনা হয়েছে দুটি স্কাই ল্যাডার। আগুন লাগার দেড় ঘন্টা অতিক্রান্ত। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকল কর্মীরা অক্সিজেন মাক্স পড়ে শপিং মলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। তারা জানিয়েছেন, কালো ধোঁয়ায় ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। আগুনের উৎসস্থল খুঁজতে চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। পাশাপাশি মোতায়ন রয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা ও পুলিশের শীর্ষ আধিকারিকর। জানা গিয়েছে ভিতরে দমবন্ধকর পরিস্থিতিতে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সকলকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। শপিং মলের ভিতরে আর কেউই আটকে নেই।