Advertisment

সাত-সকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর

যাত্রীদের মধ্যে ধোঁয়ার জেরে আতঙ্কের সৃষ্টি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire at Rabindra Sadan Metro Station

কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশন

সাত-সকালে মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক! কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ রিজার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগার খবর মেলে। চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ট্রেন চলাচল ব্যাহত নাহলেও যাত্রীদের মধ্যে ধোঁয়ার জেরে আতঙ্কের সৃষ্টি হয়।

Advertisment

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্টেশনের রিজার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে। তবে তিনি জানিয়েছেন, যাত্রীরা সুরক্ষিত। পরিষেবার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কুলিং টাওয়ারে আগুন লাগার জেরে ধোঁয়া স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে। যাত্রীদের অনুরোধ তাঁরা যেন আতঙ্কিত না হোন।

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায়। সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দোতলার যেখানে আগুন লেগেছিল, দ্রুত তার উৎসস্থলে পৌঁছতে পারেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লাগে। পরে সেই ধোঁয়া মেট্রো সুড়ঙ্গপথে ছড়িয়ে যায়। ধোঁয়া বের করার জন্য অফিসের জানলা ভাঙা হয়। ঘটনাস্থলে উপস্থিত এক দমকল আধিকারিক জানিয়েছেন, সাড়ে আটটার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন মদ খেয়ে ট্রেন চালাচ্ছিলেন চালক? মারাত্মক বিপদের ‘আঁচ’ মিলতেই কী ঘটল?

মেট্রো সূত্রে খবর, রিজার্ভেশন অফিস খোলার কথা ছিল সকাল আটটায়। কিন্তু তার আগেই আগুন লেগে যায়। যদিও তখন অফিসের ভিতরে কেউ ছিলেন না, কিন্তু ধোঁয়ার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোতলায় আগুন লাগলেও সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে তিন তলায়। আরপিএফ কর্মীদের আগুন চোখে পড়ে। তাঁদের তৎপরতায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি।

kolkata metro fire
Advertisment