New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/fire_a6b19e.jpg)
Kolkata Fire: প্রতীকী ছবি।
fire breaks out bara bazar in kolkata: সোমবার ভোরের দিকে আচমকা এই এলাকার এই গুদামে আগুন ধরে যায়। মহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। চিৎকার, চেঁচামেচিতে আশেপাশের বাসিন্দারাও বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। যুদ্ধকালীন তৎপতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
Kolkata Fire: প্রতীকী ছবি।
Fire in Kolkata: আবারও আগুন কলকাতায়। এবার বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে তুমুল চাঞ্চল্য। সোমবার ভোরে বড়বাজারের একটি গুদামে আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন আরও ভয়াবহ আকার নেয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দমলকল। একে একে দমকলের ১৫টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে।
জানা গিয়েছে, এদিন ভোরে বড়বাজারের নাখোদা মসজিদের কাছে ওই গুদামে হঠাৎই আগুন ধরে যায়। গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী আকার নেয়। প্রথমে দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। এদিন আগুন লাগার খবর পেয়েই সেখানে গিয়ে হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। তিনি নিজে আগুন নেভানোর কাজের তদারকি করেন। পিচবোর্ডের একটি গুদামে আগুন লেগেছিল। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- BJP Protests: রাতভর থানায় অবস্থান বিক্ষোভ BJP-র, ভোটের আবহে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
এদিক, অগ্নিকাণ্ডের খবর পেয়ে এদিন সকালে সেখানে পৌঁছে গিয়েছিলেন কলকাতা উত্তর কেন্দ্রের BJP প্রার্থী তাপস রায় (Tapas Roy)। তাঁর সঙ্গেই ছিলেন BJP নেত্রী মীনাদেবী পুরোহিত। গোডাউনটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। যদিও দমকলমন্ত্রী জানিয়েছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পরেই এব্যাপারে তদন্ত হবে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।