Fire Break out: রাতের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে জ্বলে পুড়ে খাক কলকাতার কাঁকুড়গাছির পরপর কারখানা। গতকাল গভীর রাতে কাঁকুরগাছির লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর চেহারা নয়। একে একে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, গতকাল গভীর রাতে লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানা থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই কারখানাটির ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকার জেরে আগুন দ্রুত বিধ্বংসী আঁকার নেয়।
পাশাপাশি আরও চারটি কারখানায় সেই আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল। একে একে মোট দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দ্রুত কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করা হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় কারখানা লাগোয়া এলাকার বাসিন্দাদেরও।
আরও পড়ুন- RG Kar Incident: আরজি কর কাণ্ডে উত্তাল দেশ, সরানো হল অধ্যক্ষ সহ চার শীর্ষ আধিকারিককে
দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজ চালাতে গিয়ে দারুন বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। তবে কী থেকে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি। দমকলের তরফেও এব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার ভোরের দিকে আগুন খানিকটা নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার তখনও বেশ কিছু জায়গায় রয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেই পকেট ফায়ারগুলি সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।