Advertisment

খাস কলকাতায় ফের আগুন, গলগল করে বেরোচ্ছে বিষাক্ত গ্যাস!

শুক্রবার সকালে বউবাজারের বহুতলের বেসমেন্টে আগুন লেগে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Engine of Up Radhikapur Express caught fire after collision with truck at Farakka

প্রতীকী ছবি।

ফের আগুন কলকাতায়। শুক্রবার সকালে কলকাতার বউবাজারের বহুতলের বেসমেন্টে আগুন লেগে যায়। বেসমেন্টে ঠাসা রাসায়নিক পদার্থ মজুত ছিল। কয়েকটি ড্রামে ভর্তি সেই রাসায়নিক দাহ্যে পরপর বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে ভরে যায় গোটা বিল্ডিং। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল।

Advertisment

কলকাতায় ফের আগুন। বউবাজারে একটি সরু গলির ভিতরে সাত তলা বিল্ডিংয়ের বেসমেন্টে আগুন লেগে যায়। খবর পেয়ে এলাকায় যায় দমকল। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। বিল্ডিংটির বেসমেন্টে রাসায়নিক পদার্থ ভর্তি একাধিক ড্রাম রয়েছে। দমকলকর্মীরা ভিতরে ঢুকতেই একের পর এক ড্রামে বিস্ফোরণ ঘটতে থাকে।

আরও পড়ুন- ফের তুমুল দুর্যোগের আশঙ্কা! প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কোন কোন জেলা?

ঝাঁঝালো গ্যাসে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন দমকলকর্মীও। ওই বিল্ডিংয়ের ওপরের তলায় একাধিক ফ্ল্যাট ও অফিস রয়েছে। দমকলকর্মীরা ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে ফেলে। তবে বেশ কয়েকজনকে বহতলটির ছাদে নিয়ে গিয়েছেন দমকল কর্মীরা। সেখান থেকে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। গোটা বিল্ডিংয়ে গ্যাস ভরে গিয়েছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ কয়েকজন দমকলকর্মীও।

আগুন লাগার ঘণ্টা তিনেক পরেও ওই বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। সকালের দিকে দমকলের তিনটি ইঞ্জিন থাকলেও পরবর্তী সময়ে আরও একটি ইঞ্জিন আসে আগুন নোভানোর কাজে। এই বিল্ডিংয়ির পিছনে আরও ৯টি বাড়ি আছে। সেই বাড়ির বাসিন্দারাও আটকে আছেন। দমকলকর্মীরা আগুনের উৎস্থলে পৌঁছতে না পারলেও বাইরের আউটলেট দিয়ে জল ও ফোম ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছেন।

kolkata news fire West Bengal
Advertisment