Advertisment

হলদিয়া শিল্পতালুকে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Haldia Fire: ন্যাপথা ট্যাংকারের কাছে পাইপ লাইনে আগুন। রক্ষণাবেক্ষণ চলার সময় এই আগুন লাগে।

author-image
IE Bangla Web Desk
New Update
Fire occurred at kolkata Kolutola street godown, rescue operation is undergoing

প্রতীকী ছবি

Haldia Fire: লেলিহান শিখায় আতঙ্ক ছড়াল হলদিয়া পেট্রোকেমিক্যালে। জানা গিয়েছে, ন্যাপথা ট্যাংকারের কাছে পাইপ লাইনে আগুন।  রক্ষণাবেক্ষণ চলার সময় এই আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টায় দমকলবাহিনী। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। কতটা ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। জানা গিয়েছে, মঙ্গলবার বেলার দিকে এই আগুন লাগে।

Advertisment

পেট্রোক্যামিকেল চত্বর কালো ধোঁয়ায় ভরে যায়। দমকল সূত্রে খবর, দাহ্য এবং অতিদাহ্য পদার্থ ডাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  ঘটনাস্থলে দমকলের একাধিক ই়ঞ্জিন।  আগুন নেভাতে দমকলকর্মীরা ফোমের ব্যবহার করছেন। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

fire Haldia Petro Chemical Fire Brigade massive Fire
Advertisment