Advertisment

খাস কলকাতায় বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলছে সরকারি দফতর

কলকাতায় ফের আগুন।

author-image
IE Bangla Web Desk
New Update
fire in a building at central avenue kolkata updates

প্রতীকী ছবি।

কলকাতায় ফের আগুন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে আগুন লেগে যায়। ৪৫ নং গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলের ৬ তলায় আগুন লেগে যায়। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন।

Advertisment

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ আচমকা ৪৫ নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলের ৬ তলায় আগুন লেগে যায়। সেখানে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের কার্যালয় রয়েছে বলে শোনা গিয়েছে। এদিন কর্মীরা ঢোকার আগেই ওই কার্যালয়ে আগুন লেগে যায়। সরকারি ওই দফতর ছাড়াও এই বহুতলে আরও বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। এদিন অগ্নিকাণ্ডের পরপরই ওই বহুতলটির ৬ তলা থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। আগুন ছড়িয়ে পড়ারও প্রবল আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- বোমা ফাটালেন ‘কালীঘাটের কাকু’র দাদা, অভিষেককে জড়িয়ে বিস্ফোরক দাবি

দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয় দমকল। দলকলের ৬টি ইঞ্জিন আনা হয় এলাকায়। ওই বহুতলটির পাঁচতলার সব ঘরগুলির জানলার কাছ ভেঙে ফেলা হয়। আগুন নেভানোর মরিয়া চেষ্টায় দমকলকর্মীরা। ৬ তলাতেই আগুন অ্যারেস্ট করার চেষ্টায় দমকল। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি।

যদিও দমকল আধিকারিকদের অনুমান, ওই অফিসে বেশ কিছু কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ রয়েছে। তা থেকে কোনওওভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে আগুন লাগতে পারে। তবে এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি দমকল।

kolkata news West Bengal fire
Advertisment