Duronto Express: হাওড়া দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেস ট্রেনে বিপত্তি। পানাগড় রেল স্টেশনে ঢোকার মুখে আচমকা যাত্রী ভর্তি বগির নিচে চাকায় আগুন লাগে। ধোঁয়া দেখতে পান বগিতে থাকা যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড়িয়ে যায়। খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের আধিকারিকদের। এরপর রেলের আধিকারিক ও আরপিএফ কর্মীরা এসে আগুন নেভায়। প্রায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিল দুরন্ত এক্সপ্রেস। ৯.২০ নাগাদ আগুন লাগে বলে জানা যায়। আগুন নেভানোর পর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে দিল্লিগামী সকাল সাড়ে ৮টা নাগাদ দুরন্ত এক্সপ্রেস পানাগড় স্টেশন ঢোকার মুখেই কিছু যাত্রী লক্ষ্য করেন একটি বগির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ওই বগির চাকা থেকে আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে গোটা ট্রেনের মধ্যে। যাত্রীরা কর্তব্যরত আরপিএফকে খবর দেয়। ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- School teacher feeds the homeless: দুঃস্থের সেবায় প্রাণপাত অমরেশের, ভাই-বোন জুটির মহান কর্মকাণ্ডকে কী বিশেষ বার্তা দিলেন মহারাজ?
আরপিএফ রেলের ইঞ্জিনিয়ারদের খবর দেন। তাঁরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। কোচের ব্রেক বাইন্ডিং-এ আগুন ধরে যায় বলেই রেলওয়ে সূত্রে জানা গিয়েছে। রেলের আধিকারিকরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ লেগে পড়েন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর দুরন্ত এক্সপ্রেস রওনা দেয় দিল্লির উদ্দেশে।
রেলের সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। গত ৩ ফেব্রুয়ারি একই ধরনের ঘটনা ঘটেছিল কুলিক এক্সপ্রেসের। রাধিকাপুর থেকে কলকাতাগামী ডাউন ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লাগার ঘটনা ঘটে। মালদার কাছে এই ঘটনা ঘটে। একই কারণে ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।