/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/fire-1.jpg)
Fire in Kolkata School: আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকলকর্মীরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Fire in Kolkata School: শহর কলকাতার নামী বেসরকারি স্কুলে আগুন। স্কুল চলাকালীন হঠাৎই স্কুলের হস্টেলে আগুন লেগে যায়। তীব্র আতঙ্কে দৌড়োদৌড়ি পড়ে যায় স্কুল জুড়ে। তড়িঘড়ি ছাত্রীদের স্কুল থেকে বের করা হয়। দ্রুত খালি করে দেওয়া হয় গোটা হস্টেল। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
শুক্রবার ওয়েলিংটনের লি মেমোরিয়াল গার্লস হাইস্কুলের (Lee Memorial Girls’ High School) হস্টেলে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্কুল চত্বর। তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল জুড়ে। জানা গিয়েছে, প্রথমে হস্টেলের একচি ঘরে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পরে হস্টেলের পাশের ঘরটিতেও।

স্কুলের ছাত্রীদের বের নিয়ে যাওয়া হচ্ছে। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
আগুন বিপজ্জনক রূপ নেয় দ্রুত। সেই সময়ে পুরোদমে ক্লাস চলছিল লি মেমোরিয়াল স্কুলে। অগ্নিকাণ্ডের খবর চাউর হতেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ক্লাস বন্ধ করে ছাত্রীদের স্কুল থেকে বের করা হয়।
আরও পড়ুন- Kunal Ghosh: বিস্ফোরক কুণাল ঘোষ! দলেরই নেতাকে তুলোধনা! বড়সড় ঝড়ের ইঙ্গিত?

আগুন নেভানোর কাজে ব্যস্ত এক দমকলকর্মী। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
আরও পড়ুন- Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আরও ১, রাতভর বাড়ি ঘিরে রেখে সকালে গ্রেফতার ISF নেত্রী
এদিকে, খবর পেয়ে একে একে দমকলের ৩টি ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। হস্টেলের ঘর দুটির আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায়। হস্টেলের জানলার কাচ ভেঙে আগুন নেভানোর কাজ চালিয়ে যান দমকলর্রী। এমনকী অগ্নিকাণ্ডের খবর পেয়ে দেখে পাশের স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও ছুটে যান। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে হস্টেলের দুটি ঘর। পুড়ে ছাই বহু জিনিসপত্র। যদিও আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে।