Eastern Railway: লোকাল ট্রেনে আগুনের ফুলকি! ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেনে আগুনের ফুলকির জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে। আপাতত বন্ধ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। ট্রেন বন্ধের জেরে দুর্ভোগের মুখে যাত্রীরা। ট্রেনের সমস্যা সমাধানে রেলের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল লোকাল ট্রেন। বেলা ১২.১২ মিনিট নাগাদ সুভাষগ্রাম স্টেশনে পৌঁছতেই যাত্রীরা ট্রেনের চাকায় উপরে আগুনের ফুলকি দেখতে পান। প্ল্যাটফর্ম থেকে চিৎকার করে ওঠেন অনেকে। যার জেরে দাঁড়িয়ে পড়ে ট্রেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। কী কারণে চাকা থেকে আগুনের ফুলকি দেখা গেল তা খতিয়ে দেখা শুরু হয়। সমস্যা সমাধানের জন্য দ্রুত তৎপরতা দেখান আধিকারিকরা। ট্রেনটি আপাতত স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বারুইপুর, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুরের দিকে ট্রেন চলছে না। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন Eastern Rail: ভাবতেই পারবেন না! অকল্পনীয় তৎপরতায় দুরন্ত দৃষ্টান্ত রেলের
যেহেতু আজ রবিবার, তাই যাত্র্রীর চাপ কম। তবুও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। সুভাষগ্রাম স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে আগের স্টেশনগুলিতে পর পর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সপ্তাহের শুরুতে এই সমস্যা হলে যাত্রী দুর্ভোগ আরও বাড়ত বলে মনে করছেন নিত্যযাত্রীরা।