Saddam Sardar-Kultali: কুলতলির সাদ্দাম সরদারের (Saddam Sardar) বাড়িতে তল্লাশি চালিয়ে এর আগে সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল পুলিশ। এবার তার পুরনো বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-কার্তুজ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মূর্তিও। সাদ্দামকে নিয়ে তার পুরনো বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করেছে কুলতলি থানার পুলিশ। যদিও সাদ্দাম এখন আর এই বাড়িতে থাকত না। এই বাড়ির পিছন দিকেই পুকুর এবং পুকুরের উল্টো দিকের যে বাড়ি রয়েছে সেখানেই সে থাকত। ওই বাড়িতেই রয়েছে সেই সুড়ঙ্গ।
কুলতলি (Kultali) থেকে দিন কয়েক আগেই গ্রেফতার করা হয়েছে সাদ্দাম সরদারকে। নকল সোনার মূর্তি বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। এবার তার পুরনো বাড়িতে তল্লাশিতে মিলল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সাদ্দামকে জেরা করে বুধবার রাতে তার পয়তারহাটের ওই বাড়িতে হানা দেয় পুলিশ।
দিন কয়েক আগে প্রতারণা চক্রে যুক্ত সাদ্দামকে ধরতে তার বাড়িতে গেলে পুলিশের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার তিন দিন পর গ্রেফতার হয় সাদ্দাম। তাকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা। তার পরেই আগ্নেয়াস্ত্র মেলে।
আরও পড়ুন- Ration Card: বাড়ি বসেই রেশন কার্ডের ভুল সংশোধন কীভাবে? চটজলদি জানুন বাম্পার সেই উপায়!
আরও পড়ুন- Cultivation: নামমাত্র খরচে অল্প দিনেই মোটা টাকা আয়! ক্রমেই বিপুল জনপ্রিয় এই চাষ
নকল সোনা বিক্রি-সহ প্রতারণার নানা অভিযোগ রয়েছে সাদ্দাম সরদারের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করতে গিয়ে নজিরবিহীন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল পুলিশ বাহিনীকে। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছেড়ে সাদ্দাম অনুগামীরা। তবে শেষ করক্ষা হয়নি। এলাকারই এক CPM নেতার মাছের ভেড়ির চালার ঘর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় সাদ্দামকে আশ্রয় দেওয়া সেই সিপিএম নেতাকেও।
আরও পড়ুন- Royal Bengal Tiger: সুন্দরবনের জঙ্গলে বাড়ল বাঘের সংখ্যা, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার পরিবার আরও বড়!