কয়েক বছর আগে ভিক্টোরিয়ার ঘটনার পুরাবৃত্তি ঘটল হাওড়া স্টোশনে। বন্দে ভারতের উদ্বোধন উপলক্ষে এ দিন হাওড়া স্টেশনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা স্টেশনে পা রাখা মাত্রই তাড়স্বরে ওঠে 'জয় শ্রীরাম' স্লোগান। যা ঘিরে বিতর্ক তৈর হয়। তরজায় জড়ায় তৃণমূল ও বিজেপি।
Advertisment
মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান উঠতেই পরিস্থিতি সামাল দিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার উদ্যোগী হন। কিন্তু তাতে খুব একটা কাজের কাজ হয়নি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত আর রেল প্রকল্পের উদ্বোধনী মঞ্চে ওঠেননি। স্টেশনেই মঞ্চের পাশে চেয়ারে বসেছিলেন তিনি। রাজ্যপাল সেখানে পৌঁছালে সবটা জানান তিনি। মঞ্চে যাওয়ার জন্য রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী অনুরোধ করলেও সফল হননি।
'জয় শ্রীরাম' স্লোগানধারীদের হাতে বিজেপির গেরুয়া-সবুজ পতাকা দেখা যায়। তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যা নিয়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিজেপিকে, 'অসভ্য দল' বলে দেগে দেন। বলেন, 'রামকে অপমান করছে। মন্দিরে, বাড়িতে পবিত্র হয়ে তাঁর নাম নেওয়া উচিত। উত্যক্ত করা, ছ্যাবলামো করতে রামের নাম নেওয়া উচিত নয়। তৃণমূল চাইলে আসন ভরিয়ে দেবে ও ওদের তাহলে তাদের গলা টিপে দেবে। ওরা অসৌজন্য করেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। আসলে বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। এইসব করে ওরা মুখ্যমন্ত্রীকে নয়, শ্রী রামকে অপমান করছে।'
কেন হঠাৎ সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগানের ব্যবহার করা হল? হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, 'বন্দে ভারত ট্রেন ও স্ক্রিনে প্রধানমন্ত্রী মোদীজির ছবি ভেসে উঠতেই স্লোগান শুরু হয়েছে। এটা আমাদের রক্তে রয়েছে। জয় শ্রীরাম স্লোগান আমাদের ভিতর থেকে বেরহয়, একটা আমাদের আবেগ। এটার সঙ্গে কোনও রাজনীতি যুক্ত করা উচিত নয়।'
মমতাকে 'জয় শ্রীরাম': 'ওরা সৌজন্যের অযোগ্য', দাবি ফিরহাদের, 'রক্তে রাম'- পাল্টা বললেন লকেট
তরজায় তৃণমূল ও বিজেপি।
Follow Us
কয়েক বছর আগে ভিক্টোরিয়ার ঘটনার পুরাবৃত্তি ঘটল হাওড়া স্টোশনে। বন্দে ভারতের উদ্বোধন উপলক্ষে এ দিন হাওড়া স্টেশনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা স্টেশনে পা রাখা মাত্রই তাড়স্বরে ওঠে 'জয় শ্রীরাম' স্লোগান। যা ঘিরে বিতর্ক তৈর হয়। তরজায় জড়ায় তৃণমূল ও বিজেপি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান উঠতেই পরিস্থিতি সামাল দিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার উদ্যোগী হন। কিন্তু তাতে খুব একটা কাজের কাজ হয়নি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত আর রেল প্রকল্পের উদ্বোধনী মঞ্চে ওঠেননি। স্টেশনেই মঞ্চের পাশে চেয়ারে বসেছিলেন তিনি। রাজ্যপাল সেখানে পৌঁছালে সবটা জানান তিনি। মঞ্চে যাওয়ার জন্য রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী অনুরোধ করলেও সফল হননি।
আরও পড়ুন- হাওড়ায় মমতা যেতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, উদ্বোধনী মঞ্চে গেলেন না ‘বিরক্ত’ মুখ্যমন্ত্রী
'জয় শ্রীরাম' স্লোগানধারীদের হাতে বিজেপির গেরুয়া-সবুজ পতাকা দেখা যায়। তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যা নিয়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিজেপিকে, 'অসভ্য দল' বলে দেগে দেন। বলেন, 'রামকে অপমান করছে। মন্দিরে, বাড়িতে পবিত্র হয়ে তাঁর নাম নেওয়া উচিত। উত্যক্ত করা, ছ্যাবলামো করতে রামের নাম নেওয়া উচিত নয়। তৃণমূল চাইলে আসন ভরিয়ে দেবে ও ওদের তাহলে তাদের গলা টিপে দেবে। ওরা অসৌজন্য করেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। আসলে বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। এইসব করে ওরা মুখ্যমন্ত্রীকে নয়, শ্রী রামকে অপমান করছে।'
কেন হঠাৎ সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগানের ব্যবহার করা হল? হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, 'বন্দে ভারত ট্রেন ও স্ক্রিনে প্রধানমন্ত্রী মোদীজির ছবি ভেসে উঠতেই স্লোগান শুরু হয়েছে। এটা আমাদের রক্তে রয়েছে। জয় শ্রীরাম স্লোগান আমাদের ভিতর থেকে বেরহয়, একটা আমাদের আবেগ। এটার সঙ্গে কোনও রাজনীতি যুক্ত করা উচিত নয়।'