স্বামীর কংগ্রেসে যোগদান নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র তথা তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। শনিবারই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদে ছিলেন ইয়াসির।
শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে ইয়াসিরের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানিয়েছেন অধীর চৌধুরী। ফিরহাদ হাকিমের জামাইয়ের কংগ্রেসে যোগদান নিয়ে জোর চর্চা ছড়ায়। এবার স্বামীর কংগ্রেসে যোগ দান নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। বাবা দলের অন্যতম শীর্ষ নেতা হওয়ার পাশাপাশি প্রিয়দর্শিনী নিজেও রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
আরও পড়ুন- ফিরহাদের সংসারে অশান্তি! কংগ্রেসের হাত ধরলেন মেয়রের জামাই
তিনি বলেন, '২০১৯ সাল থেকেই আমরা আলাদা থাকি। আমাদের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে। উনি আমার সঙ্গে থাকেন না। উনি তৃণমূলে ছিলেন। ওঁর কংগ্রেসে যোগদানের বিষয়টি আমার জানা ছিল না। অনেকেই তো একদল ছেড়ে অন্য দলে যান। এটার মধ্যে অস্বাভাবিক কোনও ব্যাপার নেই।'
আরও পড়ুন- যাদবপুর কাণ্ড: মারাত্মক মন্তব্য! ক্যাম্পাসে সেনা নামানোর কথা মদনের মুখে
উল্লেখ্য, শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দারের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন প্রদেশ সভাপতি তথা লোকসভার দলনেতা অধীর চৌধুরী। নতুন দলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে ইয়াসির বলেন, ‘২০২১ সালে দল আমাকে টিকিট দেয়নি। সেবছর মার্চেই আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে সক্রিয়ভাবে আর রাজনীতি করিনি। জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। অধীর চৌধুরীর কাছে আমি কৃতজ্ঞ যে সুযোগ দিলেন। তাঁকে দেখে আমি বরাবরই অনুপ্রাণিত হয়েছি। তাঁর অধীনে জাতীয় কংগ্রেসে কাজ করার সুযোগ পাওয়ায় আমি ধন্য।'