Advertisment

স্কুলের মধ্যে ঢুকে গুলি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই ইঙ্গিত মন্ত্রীর

আহতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গিয়েছে। কোচবিহার হাসপাতালে আহত শিক্ষকদের দেখতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আহত শিক্ষকরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি

এক বেসরকারি স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর গুলি চালাল দুষ্কৃতীরা। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়।

Advertisment

বুধবার বেলা এগারোটা নাগাদ বেশ কয়েকটি বাইকে চেপে স্কুলের মধ্যে ঢুকে পড়ে বেশ কয়েকজন। শিক্ষতদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে তারা। তাতেই ক্ষান্ত না হয়ে গুলিও চালায় দুষ্কৃতীরা। এ ঘটনায় তিনজন মারাত্মক জখম হয়েছেন। যাঁরা আহত হয়েছেন তাঁরা হলেন মজনু হোসেন, মনোয়ারা হোসেন এবং মোফাজ্জল হোসেন। এঁদের দুজনকে কোচবিহারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন, ফের এটিএম জালিয়াতি শহরে, এবার একদম নয়া কায়দায়

আহতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গিয়েছে। কোচবিহার হাসপাতালে আহত শিক্ষকদের দেখতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

মন্ত্রী বলেন, "বেশ কিছুদিন ধরে দিনহাটা এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। আমরা বিষয়টি যথাস্থানে জানিয়েছি।" মন্ত্রী জানিয়েছেন, একজনের কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে।

পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। তবে পুলিশের তরফ থেকে গুলি চালানোর ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।

এদিকে দিনহাটায় শিক্ষকদের ওপর গুলি চালনার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আই।

trinamul
Advertisment